Indian Cricketer Mohammed Shami Has To Pay 50000 Rupees Per Month To Wife Hasin Jahan As Maintenance

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি বল হাতে আগুন ছোটাচ্ছেন। তবে মাঠের বাইরে বেকায়দায় জাতীয় দলের পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।

স্ত্রী হাসিন জাহানের দায়ের কথা গার্হস্থ্য হিংসা মামলায় সোমবার বড় ধাক্কা খেলেন শামি (Mohammed Shami)। ভারতীয় ক্রিকেট তারকাকে প্রতি মাসে স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) খরচ বাবদ ৫০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিল আলিপুর জেলা ও দায়রা আদালত। কিন্তু এই রায়ে মোটেই খুশি নন হাসিন। শামির কাছ থেকে প্রত্যেক মাসে খোরপোশ বাবদ ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন। সেই দাবি পূরণ না হওয়ায় উচ্চ আদালতের দ্বারস্থ হবে হাসিন,জানিয়েছেন তাঁর আইনজীবী।

স্ত্রী হাসিন জাহানকে মাসে মাসে ৫০ হাজার টাকা করে খোরপোশ দিতে হবে মহম্মদ শামিকে। শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা মামলার রায়ে সোমবার এই নির্দেশ দিয়েছে আলিপুর জেলা ও দায়রা আদালত। গার্হস্থ্য হিংসার অভিযোগে ২০১৮ সালে ভারতীয় দলের জোরে বোলার শামির বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা রুজু করেছিলেন তাঁর স্ত্রী হাসিন। যদিও সে সময় হাসিনের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শামি। চলতি মাসের ১৮ তারিখে এই মামলার শুনানি শেষ হয়। সোমবার মামলার রায়দানের সময় বিচারক অনিন্দিতা গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্ত্রীকে ৫০ হাজার টাকা খোরপোশ হিসাবে দিতে হবে শামিকে।

২০১৮ সালে এই মামলা চলাকালীন আদালতের নির্দেশ ছিল, দম্পতির মেয়ের জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে।সোমবার বিচারক গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে আরও জানিয়েছেন, ’১৮ সালে এই মামলা শুরু হওয়ার সময় থেকে এই নির্দেশ কার্যকর হবে।’ অর্থাৎ ওই বছরের মার্চে মামলা রুজু হওয়ার সময় বকেয়া অর্থ শামিকে মেটাতে হবে।

আদালতে হাসিনের আইনজীবী মৃগাঙ্ক মিস্ত্রি জানান, আয়কর দফতরের কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, ২০২০-’২১ সালের অর্থবর্ষে শামির আয় ছিল ৭ কোটি ১৯ লক্ষের বেশি টাকা। ফলে মাসে ১০ লক্ষ টাকা দেওয়া সম্ভব। যদিও হাসিনের আইনজীবীর যুক্তি নাকচ করে শামির আইনজীবী সেলিম রহমানের দাবি ছিল, পেশায় মডেল হাসিন রোজগেরে। তাই শামির স্ত্রীর আর্থিক সহায়তার প্রয়োজন নেই।                                      

এই রায়ের পরও উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন হাসিন।

আরও পড়ুন: ABP Exclusive: বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে আজই মুম্বই যাচ্ছেন সৌরভ