Job scam in Siliguri: ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ১

আবারও চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। এই অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শ্যামল বর্মন। শিলিগুড়ি মহকুমার বাগডোগরা থেকে তাকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি একাধিক যুবকের কাছ থেকে চাকরির টোপ দিয়ে ৬ লক্ষেরও বেশি টাকা প্রতারণা করেছে। ধৃতের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, শ্যামলের বাড়ি বাগডোগরা থানার ভুবনগুড়িছাট গ্রামে। সোমবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। করিমুল হক নামে আরেক অভিযুক্ত পলাতক রয়েছে। তার বাড়ি রাজগঞ্জের তেওয়ারিপাড়ায়। তাকে খুঁজছে পুলিশ। অভিযুক্তরা অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের তেওয়ারিপাড়ার বাসিন্দা সাজ্জিত হোসেন নামে এক যুবককে ওই ব্লকে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেওয়ার নাম করে ২ লক্ষ ৪০ হাজার টাকা নেয় অভিযুক্তরা। ওই এলাকারই বাসিন্দা নুর ইসলাম নামে আরও এক যুবকের কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছিল অভিযুক্তরা। সেই অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে শ্যামল বর্মনকে গ্রেফতার করে। প্রতারিত যুবক সাজ্জিত হোসেন জানিয়েছেন, ২০২০ সালের করিমুল হক ও শ্যামল বর্মন নামে দুই ব্যক্তি তাঁর বাড়ি যায়। ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা নেয়। এলাকার আরেক যুবকের কাছ থেকেও সাড়ে তিন লক্ষ টাকা নেওয়া হয় বলে প্রতারিত যুবকের দাবি।

এদিকে, অনেকদিন পার হয়ে গেলেও চাকরির ব্যবস্থা করতে পারেনি তারা। তাই টাকা ফেরত চাইতে গেলেই তারা নানান অজুহাত দেখাতে থাকে। পাশাপাশি তার আরও অভিযোগ, গত বছর তাকে ৫০ হাজার টাকা ও অন্য যুবককে ২ লক্ষ টাকার চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। গোটা ঘটনা জানিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত। রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে ওই প্রতারণা চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করা হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup