Mary Kom To Lead Day To Day Affairs Of Wrestling Federation Assigned By Government

নয়াদিল্লি: মহিলা কুস্তিগিরদের অভিযোগে জেরবার ভারতীয় কুস্তি সংস্থা (Wrestling Federation)। সংস্থা প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক কুস্তিগির। এই অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এক বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেন। সেই কমিটিই আপাতত কুস্তি সংস্থার প্রতিদিনের কাজকর্ম সামলাবেন। সেই কমিটির প্রধান নির্বাচিত হলেন মেরি কম (Mary Kom)।

দায়িত্বে মেরি কম

শনিবার ক্রীড়ামন্ত্রক কুস্তি সংস্থার সমস্ত কার্যকলাপ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। সংস্থার সহসচিব বিনোদ তোমারকেও নির্বাসিত করা হয়েছে। এবার কুস্তি সংস্থার সমস্ত কার্যকলাপ দেখাশোনার দায়িত্ব দেওয়া হল। অনুরাগ ঠাকুর এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘গঠিত এই কমিটি চার সপ্তাহের মধ্যে তদন্ত সম্পূর্ণ করবে। কুস্তিগিররা নিজেদের দাবি আমায় জানিয়েছে এবং আমি ওঁদের আশ্বস্ত করেছি যে এই সমস্যা সমাধানে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। যৌন হেনস্থা এবং আর্থিক বেনিয়মের বিষয়টা খতিয়ে দেখা হবে। যতদিন না এই তদন্ত শেষ হচ্ছে, ততদিন ওঁ (ব্রিজভূষণ) কোনওরকমের দায়িত্বে থাকবেন না এবং তদন্তে সবরকম সহযোগিতা করবেন।’

প্রসঙ্গত, এর আগে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনও এই ঘটনার তদন্তে সাত সদস্যের এক কমিটি গঠন করেছিল। সেই কমিটিরও চেয়ারম্যান পদে রয়েছেন মেরি কম। সাত সদস্যের কমিটিতে রয়েছেন বাংলার অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায়, মেরি কম, অলকানন্দা অশোক, লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী যোগেশ্বর দত্ত, ভারতীয় ভারোত্তোলন সংস্থার সভাপতি সহদেব যাদব ও দু’জন আইনজীবী। ভারতীয় অলিম্পিক্স কমিটির তরফে শুক্রবারই এই কমিটি গঠনের কথা জানানো হয়।

মহিলাদের আইপিএল দলের কর্ণধার

ভারতের মহিলা ক্রিকেটের জন্য বিরাট একটা দিন হয়ে চিহ্নিত হয়ে থাকতে পারে ২৩ জানুয়ারি, সোমবার। কারণ, আজই জানা যেতে পারে, মহিলাদের আইপিএলের (WIPL) দল কিনতে কারা আগ্রহী। যাঁরা মহিলাদের আইপিএলে দল কিনতে চেয়ে ইনভিটেশন টু টেন্ডার (ITT) তুলেছিলেন, তাঁদের টেকনিক্যাল দরপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার সকাল দশটায় চালু হল। আর্থিক দরপত্র ২ দিন পরে জমা করলেও চলবে। কিন্তু টেকনিক্যাল বিড জমা পড়ে যাবে সোমবারই।

ভারতীয় ক্রিকেটমহল মনে করছে, টেকনিক্যাল বিড জমা পড়লেই মোটামুটিভাবে বোঝা যাবে মহিলাদের আইপিএলের দল কেনার দৌড়ে রয়েছে কারা। যদিও ৫টি দল কেনার জন্য দরপত্র জমা করেছে কারা, আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে ২৫ জানুয়ারি। মনে করা হচ্ছে কয়েকটি বড় কর্পোরেট সংস্থা দল কেনার জন্য ঝাঁপাবে। পাশাপাশি মনে করা হচ্ছে, পুরুষ আইপিএলের পর মহিলাদের আইপিএলেও দল কেনার জন্য ঝাঁপাবে মুম্বই ইন্ডিয়ান্স। অম্বানিদের সঙ্গে দল কেনার দৌড়ে থাকতে পারেন আদানিরাও। সোমবারই যে ছবিটা বোঝা যেতে পারে। আমদাবাদের দল কেনা নিয়ে লড়াই হতে পারে বেশ কয়েকটি সংস্থার। পাশাপাশি বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, কলকাতা, মুম্বই ও নাগপুরের দলও হতে পারে। পুরোটাই নির্ভর করছে ক্রেতারা কোন শহরকে নিয়ে আগ্রহ দেখান তার ওপর।

আরও পড়ুন: ‘বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টের আগে খুব গুরুত্বপূর্ণ’, কীসের কথা বললেন শামি?