Rajnath Targets Rahul:’ভারত কি ভেঙে গিয়েছে?’ কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র নামকরণ নিয়ে খোঁচা রাজনাথের

দেশে একাধিক রাজ্যে আসন্ন বিধানসভা ভোটকে নজরে রেখে কংগ্রেস ঘোষণা করেছে ‘হাত সে হাত জোড়ো’ যাত্রা। ইতিমধ্যেই কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ শেষের পথে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই পদযাত্রা দক্ষিণ ভারত থেকে শুরু হয়ে এবার কাশ্মীরে। যাত্রা শেষের পর পরবর্তী পদক্ষেপ জানিয়ে দিয়েছে কংগ্রেস। আর এই ভারত জোড়ো যাত্রার নামকরণকে তীব্র কটাক্ষ করে রাজনাথ সিং প্রশ্ন তোলেন ‘তাহলে কি ভারত ভাঙা ছিল?’

সদ্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘ভারত তাঁদের দ্বারা অপমানিত হচ্ছে, যাঁরা বলছেন, দেশে হিংসা রয়েছে।’ উল্লেখ্য, কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রার’ মাঝে বহুবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই অভিযোগে সরব হন যে, ভারতে ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে হিংসা। তিনি বারবার দাবি করেন মোদী সরকারের সময়কালে ভারতে হিংসার আবহ রয়েছে। আর রাহুলের সেই দাবিতে খণ্ডন করে একের পর এক পাল্টা প্রশ্ন তোলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং বলেন, ‘আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করছি, যিনি ভারত জোড়ো যাত্রায় অংশ নিচ্ছেন, তিনি বলছেন দেশে হিংসা রয়েছ, কে হিংসার জন্ম দিচ্ছে? কী হয়ে গিয়েছে আপনার রাহুলজি? ‘একধাপ এগিয়ে রাজনাথ সিং প্রশ্ন করেন, ’কংগ্রেস নেতারা প্রশ্ন করছেন, আমাদের সৈনিকদের সাহস নিয়ে। ভারত কি ভেঙে গিয়েছে, যে আপনি জোড়ার চেষ্টা করছেন।’ রাজনাথ বলেন, ‘১৯৪৭ সালে ভারত পার্টিসানের মুখোমুখি হয়, এটি আর ভাঙবে না। এটা সেই দেশ নয়, যে যে কোউ আসবে আর দখল নেবে।’

( মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে উদ্ধার পর পর গোপন নথি! কী ঘটেছে?)

মধ্যপ্রদেশে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে রাজনাথ সিং বলেন, ‘ভারতের গর্ব কোনও মতেই যেন আঘাতপ্রাপ্ত না হয়। রাহুলজি দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। রাজনীতি শুধু সরকার গঠনের জন্য নয়, বরং সমাজ গঠনের জন্য।’ এদিনের বক্তব্যে রাজনাথ সিং বলেন, ‘দুর্নীতি শেষ করা যাবে না, তবে মোদীজির নেতৃত্বে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত বর্তমানে পঞ্চম সর্ববৃহৎ অর্থনীতির দেশ, আমি আত্মবিশ্বাসী যে ২০৪৭ এর মধ্যে ভারত বিশ্বের ধনীতম দেশ হয়ে উঠবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup