Saraswati Puja: প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো নিয়ে ভোটাভুটি TMCP-র, শুভেন্দু বললেন, ‘জালি হিন্দু’

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পুজো দিতে এখনও রাজি নয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) জনমত সংগ্রহের পথে হাঁটল। টুইটারে ভোটাভুটি করে সরস্বতী পুজোর পক্ষে বিপক্ষে মত সংগ্রহ করবে টিএমসিপি। ভোট যদি বেশির ভাগ হ্যাঁ হয় তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা হবে। যদিও কর্তৃপক্ষের অনুমতি না পেলে কী ভাবে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে পুজো তা নিয়ে সন্দিহান টিএমসিপির অনেকে।

রবিবার রাতে দিকে টুইট করে ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাঁদের দাবি, ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতিকে একাধিকবার চিঠি, ইমেল করেও অনুমতি মেলেনি। যুক্তি হিসাবে বলা হয়েছে, প্রেসিডেন্সি ডিরোজিয়ান পন্থায় বিশ্বাসী ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান। তবে পুজো করার ব্যপারে অনড় টিএমসিপি। যদি কর্তৃপক্ষ অনুমতি না দেয় তবে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই সরস্বতী পুজো করা হবে।

টিএমসিপির সদস্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই অনড় মনোভাবের সমালোচনা করে একটি টুইট করেন পরে দলের নির্দেশে সেই টুইটটি মুছে দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র সংসদের সদস্যরা অবশ্য এই নিয়ে প্রকাশ্য কোনও মত প্রকাশ করলেও। তাদের সদস্যদের কেউ কেউ টিএমসিপির ভূমিকার বিরোধিতা করেছেন। তাঁদের মতে, ক্যাম্পাস চত্ত্বরে ধর্মকে প্রবেশ করাতে চাইছে টিএমসিপি, যা সাধারণত বিজেপি করে থাকে।

অন্য দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার প্রতিক্রিয়া বলেন, ‘সব জালি হিন্দু, এ সব করে লাভ হবে না।’