Team India Ex coach Ravi Shastri was furious on Mahendra Singh Dhoni, but why

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) প্রশংসা করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। তবে এহেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন হেড কোচ একবার বিশ্বকাপজয়ী (ICC World Cup 2011) প্রাক্তন অধিনায়কের উপর মারাত্মক রেগে গিয়েছিলেন! অনেকের কাছে এটা অবাস্তব মনে হলেও, এটা সত্যি। এমনটাই দাবি করেছেন ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর (R Sridhar)। এক সময় শাস্ত্রীর অন্যতম সাপোর্ট স্টাফ শ্রীধর একটি বই লিখেছেন। ‘কোচিং বিয়ন্ড: মাই ডেজ উইথ দ্যা ইন্ডিয়ান ক্রিকেট টিম’- (‘Coaching Beyond: My Days with the Indian Cricket Team’) নামক এই বইতে বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma) নিয়ে অনেক গোপন ও অজানা তথ্য তুলে ধরেছেন তিনি। এবার শাস্ত্রী ও ধোনির ঝামেলার (Ravi Shastri VS Mahendra Singh Dhoni) দিকটাও তুলে ধরেছেন। 

আর শ্রীধরের দাবি, ২০১৮ সালের ইংল্যান্ড সফরের একটি ম্যাচে ধোনি ধীরগতির ইনিংস খেলেছিলেন! একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল লর্ডসে। সেই ম্যাচে ব্রিটিশরা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রান তুলে দেয়। জো রুট ১১৬ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন। জবাবে ব্যাট করতে নেমে ২৩৬ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে ৮৬ রানে হেরে যায় বিরাটবাহিনী। আর শ্রীধরের দাবি, সেই ম্যাচে ধোনি নাকি স্লো ব্যাটিং করেছিলেন! অবশ্য পরিসংখ্যান সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। ‘ক্যাপ্টেন কুল’ রান তাড়া করতে নেমে ৫৯ বলে ৩৭ রান করেন। মেরেছিলেন মাত্র ২টি চার। 

সেই ম্যাচ হারের প্রসঙ্গে আর শ্রীধর লিখেছেন, ‘রবি শাস্ত্রী হারের ব্যবধান বা ফলাফল নিয়ে চিন্তিত ছিলেন না। ভারতীয় দল যেভাবে ম্যাচটা হেরেছিল, সেই হারকে মেনে নিতে পারেননি শাস্ত্রী। তাই তিনি ধোনির উপর রেগে যান।’ তিনি ফের লিখেছেন, ‘বিরাট এবং সুরেশ রায়না যখন ব্যাটিং করছিল, তখনও আমরা জয়ের আশা করছিলাম। তবে ওরা দু’জন আউট হওয়ার পর লাগাতার ব্যবধানে উইকেট পড়তে থাকে। সেই সময় ব্যাটার হিসেবে শুধু ধোনিই ছিল। এদিকে রান রেট বাড়তে থাকায় একটা সময় শেষ ওভারে ১০ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩০ রান। যেহেতু আমাদের উইকেট পড়তে থাকে, এমএস-এর আউট হয়ে গেলে শেষ ১০ ওভারে ব্যাটিং করার জন্য শুধুমাত্র বোলারই ছিল। কিন্তু আমরা পরের ৬ ওভারে মাত্র ২০ রান করেছিলাম। ধোনি আবার সেই ম্যাচেই ১০ হাজার রানের মাইলস্টোন পূর্ণ করেছিল। সেই মাইলফলক ছোঁয়ার জন্য আমরা আপ্লুত হলেও, আউট হওয়ার শাস্ত্রী জানতে চেয়েছিল যে, কেন ধোনি আগ্রাসী মেজাজে ব্যাট করে লক্ষ্যের কাছে পৌঁছানোর চেষ্টা করেনি।’ 

আরও পড়ুন: Shoaib Akhtar: মাঝপথেই থেমে গেল ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’! কে টানল চেন? কারণ জানালেন শোয়েব

আরও পড়ুন: Rishabh Pant Health Update: ঋষভের আরোগ্য কামনায় উজ্জয়িনীর মহাকাল মন্দিরে টিম ইন্ডিয়া

লর্ডসে হারের পর তৃতীয় একদিনের ম্যাচেও বিপক্ষের কাছে ৮ উইকেটে উড়ে যায় ভারত। সেই ম্যাচ খেলতে নামার আগে টিম মিটিংয়ে ধোনির নাম মুখে না এনে তাঁর মন্থর ইনিংসের তীব্র নিন্দা করেছিলেন শাস্ত্রী। আর শ্রীধর লিখেছেন, ‘দ্বিতীয় ম্যাচে ৮৬ রানে হারের জন্য শাস্ত্রী ক্ষিপ্ত ছিল না। দল যেভাবে আত্মসমর্পণ করেছিল, সেটা মেনে নিতে পারেননি শাস্ত্রী। তৃতীয় ম্যাচের আগে আমাদের ফের টিম মিটিং শুরু হয়। খুব স্বাভাবিকভাবে সেখানে পুরো দল উপস্থিত ছিল। শাস্ত্রী সেখানেই চিৎকার করে ওঠেন! ধোনির নাম মুখে না এনে, ওর দিকে তাকিয়ে বলেছিলেন, ‘আমার সময় এগুলো চলবে না। তুমি যে হউ না কেন, দলের উপরে নও। হার-জিত বড় ব্যাপার নয়। কিন্তু আমরা কেন লড়াই করব না? কেন বিপক্ষের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করব? আবার বলছি আমার সময় এগুলো চলবে না। আর কেউ যদি তা করে, সেটাই হবে শেষ ক্রিকেট ম্যাচ। তবে শাস্ত্রীর এই বক্তব্যে অন্য কোনও ক্রিকেটারও বিচলিত হলেও, ধোনি কিন্তু শান্ত ছিলেন এবং কোচের বক্তব্য মেনে নেন।’ 

শ্রীধর তাঁর এমন বক্তব্য তাঁর বইতে লেখার পর থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে শাস্ত্রী এই ইস্যু নিয়ে এখনও পালটা মন্তব্য করেননি। আর ধোনি তো মন্তব্য করার বান্দাই নন। ফলে এই বিতর্কের জল যে বেশিদূর গড়াবে না সেটা আগাম লিখে দেওয়াই ভালো। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)