পিএসজির হয়ে এমবাপ্পেই ‘প্রথম’

ফরাসি লিগের ষষ্ঠ সারির দল পেইস দে কাসেল। পুঁচকে দল সামনে পেয়ে রীতিমত ছেলে খেলায় মেতেছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বলতে হবে একাই ত্রাস ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে! প্রথমার্ধে ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন। প্রতিপক্ষের জালে গোল করেছেন ৫টি! তাতে ফরাসি কাপের শেষ ৩২-এ প্রতিপক্ষকে ৭ গোলের মালা পরিয়েছে পিএসজি। 

পিএসজি কোচ গালিতিয়ের নিজের কথা রেখেছেন। পুঁচকে প্রতিপক্ষ পেয়েও শক্তিশালী দলটি নামিয়েছেন গতকাল। শুধু বিশ্বকাপ জয়ী মেসিকে বিশ্রাম দিয়েছিলেন।

নেইমার ছন্দ খুঁজে পাওয়ার আগে ২৬ মিনিটে কড়া ট্যাকলের জন্য হলুদ কার্ডও দেখেছেন। শুরুতে ২৯ মিনিটে প্রথম গোলটি করেন এমবাপ্পে। তার পর ৩৩ মিনিটে স্কোরশিটে নাম তুলেছেন নেইমার। বাকিটা সময় এমবাপ্পেই ত্রাস ছড়িয়েছেন। ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে করেছেন বাকি চার গোল। ৬৪ মিনিটে সোলের করেছেন একটি।

গোল উৎসবের ম্যাচে এমবাপ্পে পিএসজির হয়ে নতুন নজিরও গড়েছেন। সেটি হচ্ছে প্রতিযোগিতামূলক ম্যাচে পিএসজিতে ৫ গোল করা প্রথম খেলোয়াড় তিনি। তাছাড়া বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ফাইনালে হারের পর এটি ছিল ফরাসি তারকার প্রথম হ্যাটট্রিক।

এই মৌসুমে ২৪ ম্যাচে ২৫ গোলও হয়ে গেছে তার। সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির সর্বোচ্চ গোলের তালিকায় এদিনসন কাভানির ক্লাব রেকর্ড ছুঁতে আর ৪ গোল প্রয়োজন। এমবাপ্পের গোল সংখ্যা ১৯৬।