ভারতে মৃত সেই ফুটবলারের মরদেহ বাংলাদেশে

ভারতের জলপাইগুড়িতে একটি ফুটবল টুর্নামেন্ট (সোমবার) খেলার সময় মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের সাবেক ফুটবলার হানিফ রশীদ ডাবলু। সেখানে নানা আনুষ্ঠানিকতা শেষে সাবেক এই ডিফেন্ডারের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে।

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডাবলুর মরদেহ নিয়ে গাড়ি এখন ঢাকার পথে। ভারত সরকার খুব আন্তরিক ছিল ডাবলুর মরদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণের জন্য। এছাড়া আমাদের সাবেক ফুটবলার আব্দুল গাফফারও অনেক চেষ্টা করেছেন। সবার চেষ্টায় ওর মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরছে।’

৫৬ বছর বয়সী ডাবলুর মৃতদেহ প্রথমে কাল সকাল দশটায় ক্লাব প্রাঙ্গণে আনা হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর বাফুফে ভবন সংলগ্ন মাঠে প্রথম জানাজা হবে। ফকিরেরপুল মসজিদে বাদ আসর আরেকটি জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।