Alipore Judge court: লক আপ থেকে পুলিশকে গুঁতো মেরে পালাল অভিযুক্ত, শোরগোল আলিপুর আদালতে

আদালতে মামলার শুনানির পর লক-আপে নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে। ঠিক সেই মুহূর্তে পুলিশকে কনুইয়ের গুঁতো মেরে পালিয়ে গেল অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর আদালতে। শোরগোল পড়ে যায় আদালত চত্বরে। অভিযুক্তকে ধরতে পুলিশও পিছু ধাওয়া করে। তবে শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আদালত সূত্রের খবর, গত রবিবার একটি ডাকাতির ঘটনায় নিজাম ঢালি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর মঙ্গলবার সকালে আলিপুর জজ কোর্টে ওই ব্যক্তিকে পেশ করা হয়। তখন আদালতে মামলা শোনার পর তাকে লক-আপের দিকে নিয়ে যাওয়া হতে থাকে। তখনই ওই ব্যক্তি পুলিশকে কনুইয়ের গুঁতো মেরে আদালত থেকেই পালিয়ে যায়। ঘটনায় আলিপুর জজ আদালতে শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, এদিন ধৃতকে আদালতে তোলা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। মামলার শুনানির পর আলিপুর রোড ধরেই দৌড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। পুলিশও গাড়ি নিয়ে তার পিছনে ধাওয়া করে। আবার অনেকেই দৌড়তে থাকে। তবে পুলিশ শেষমেষ ওই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। ট্রাম লাইন বরাবর ওই অভিযুক্ত পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। লক আপের তরফে আলিপুর থানায় বিষয়টি জানানো হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)