IND vs NZ, 3rd ODI: ৯০ রানে তৃতীয় ওয়ান ডে-তেও জয়, কিউয়িদের হোয়াইটওয়াশ করল রোহিত বাহিনী

<p style="text-align: justify;"><strong>ইন্দোর:</strong> নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৯০ রানে জয় ছিনিয়ে নিল <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। ইন্দোরে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্য়াট করে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ৩৮৫ রান তুলেছিল ভারত। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মা ও শুভমন গিল। রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেও ম্যাচ বাঁচাতে পারেননি তিনি।</p>
<p style="text-align: justify;">বিশাল রানের লক্ষ্যমাত্রা। বোর্ডে কোনও রান তোলার আগেই ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্য়ান্ড। তবে দলের হাল ধরেন ডেভন কনওয়ে। তিনি এদিন সেঞ্চুরি হাঁকান। প্রথমে হেনরি নিকোলস ও পরে ড্যারেল মিচেলকে সঙ্গে করে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন কনওয়ে। তবে কেউই সেভাবে কনওয়ের সঙ্গ দিতে পারেননি। কনওয়ে ১০০ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন। ১২টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান। শেষ দিকে মিচেল স্যান্টনার কিছুটা চেষ্টা করলেও দলের হার বাঁচাতে পারেননি। নিউজিল্য়ান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২৯৫ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৩টি করে উইকেট নেন কুলদীপ ও শার্দুল। ২ উইকেট নেন চাহাল। ১টি করে উইকেট পান উমরান ও হার্দিক।&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>