বাংলা নিউজ > টেকটক > Maruti Suzuki: ফের ১১,০০০ গাড়ি ফেরত চেয়ে পাঠাল মারুতি! কারণ জানলে চমকে যাবেন
Updated: 24 Jan 2023, 07:48 PM IST
Soumick Majumdar
1/5গাড়ি ফেরত চেয়ে পাঠাল মারুতি সুজুকি। সদ্য বাজারে আসা গ্র্যান্ড ভিটারা SUV-র নির্দিষ্ট কিছু গাড়িতে ‘সমস্যা’র কারণে তা চেয়ে পাঠানো হয়েছে। প্রায় ১১,০০০ গাড়ি এর আওতায় পড়বে। কিন্তু ঠিক কী সমস্যা? ফাইল ছবি- এএফপি (REUTERS)2/5সংস্থা জানিয়েছে, পিছনের সিটের বেল্টের মাউন্টিং ব্র্যাকেটে সমস্যা থাকতে পারে। বিরল ক্ষেত্রে ব্যবহার করতে করতে সেটি ঢিলে হয়ে যেতে পারে। ফলে সিটবেল্টের আসল কাজ যেটা, সেটাই ঠিকভাবে আর হবে না তখন। কিন্তু কাদের গাড়ি ফেরত চেয়েছে মারুতি? ফাইল ছবি; এএফপি (REUTERS)3/5গত ৮ অগস্ট থেকে ১৫ নভেম্বরের মধ্যে উত্পাদিত গাড়িগুলিতে এই সমস্যা থাকতে পারে বলে জানিয়েছে নির্মাতা। তবে চিন্তা নেই। গাড়ি মালিককে স্থানীয় সার্ভিস সেন্টারের পক্ষ থেকেই খবর দেওয়া হবে। ফাইল ছবি- রয়টার্স (REUTERS)4/5এর জন্য অতিরিক্ত কোনও চার্জও নেওয়া হবে না। বিনামূল্যেই পিছনের সিট বেল্টে মাউন্টিং ব্র্যাকেট বদলে দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (REUTERS)5/5চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার গাড়ি ফেরত চেয়ে পাঠাল মারুতি সুজুকি ইন্ডিয়া। জানুয়ারি ২০২৩-এর শুরুতে বেশ কিছু মডেল এভাবেই ‘রিকল’ করা হয়েছিল। সেক্ষেত্রে অবশ্য এয়ারব্যাগে সমস্যা ছিল বলে জানিয়েছিল মারুতি। প্রতীকী ছবি: এএফপি (REUTERS)