Republic Day 2023 Celebration: প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টুইট মোদীর

দেশের প্রজাতন্ত্র দিবসের সমারোহ ঘিরে সাজো সাজো রব বিভিন্নপ্রান্তে। রাজধানী দিল্লির বুকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে উঠে আসছে রাজকীয় মহড়ার নানান দৃশ্য। তারই মাঝে, ভারতে পা রাখলেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি। তাঁকে স্বাগত জানিয়ে এদিন টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী এদিনের টুইটে লেখেন, ‘ভারতে স্বাগত, প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল-সিসি। প্রজাতন্ত্র দিবস উদযাপনের মুখ্য অতিথি হয়ে ভারতে আপনার ঐতিহাসিক সফর ভারতীয়দের জন্য খুবই খুশির বিষয়। আগামিকাল আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।’

উল্লেখ্য, ৭৪ তম প্রজাতন্ত্র দিবস ঘিরে রাজধানী দিল্লিতে শুরু হয়েছে সমরাস্ত্রের মহড়া। সেখানে পরম্পরা মেনে কুচকাওয়াজে নানান সামগ্রী তুলে ধরা হয়েছে। জান যাচ্ছে, দেশে অস্ত্র নির্মাণের বিষয়ে যে আত্মনির্ভরতার রাস্তা নেওয়া হয়েছে, তাকেই তুলে ধরতে এই পদক্ষেপ। দেশের উৎপাদন ক্ষেত্রে যুদ্ধাস্ত্র উৎপাদনের গতিকেই ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে বেশি ফোকাসে রাখা হবে বলে খবর। এই বিশেষ উদ্যোগে আলাদা করে নজর কাড়তে চলেছে অর্জুন এমকে-১, এছাড়াও থাকছে বিশেষ ধরনের বন্দুক কে-৯ বজ্র, আকাশ মিসাইল সিস্টেম, নাগ মিসাইল সিস্টেম, এই সমস্ত একাধিক অত্যাধুনিক অস্ত্রের সম্ভার নিয়ে প্রজাতন্ত্রদিবসে দিল্লির রাজপথ হবে উজ্জ্বল।

এছাড়াও ভারতের বুকে নির্মিত একাধিক বন্দুকের প্রদর্শনও সেখানে দেখা যেতে চলেছে। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের উদযাপনের প্রথমে ২১ টি তোপের ধ্বনি এবার ভারতে নির্মিত ফিল্ড গান থেকে নির্গত হবে। আকাশ সীমা দিয়ে দর্পে উড়ে যাবে ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। এছাড়াও ৬১ ক্যাভালরির প্যারাড কাড়তে চলেছে নজর। এছাড়াও পরমবীর চক্র ও অশোকচক্র প্রাপকদের ঘিরেও আলাদা করে বিশেষ উদ্যোগ কাড়বে নজর। উল্লেখ্য, এই অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ আল সিসি তাঁর দেশের ১৪৪ জন প্রতিনিধিকে নিয়ে সেখানে উপস্থিত থাকছেন। তাঁরাও প্যারাডে নেবেন অংশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup