Shivraj Singh Chouhan: ‘কংগ্রেসের ডিএনএ পছন্দ করে পাকিস্তানকে’, দিগ্বিজয়ের মন্তব্যে খোঁচা শিবরাজের

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সদ্য কংগ্রেসের দিগ্বিজয় সিং একটি মন্তব্য করেন। আর সেই মন্তব্য নিয়ে কার্যত তোলপাড় দেশের রাজনীতি। বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং প্রশ্ন তোলেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। মন্তব্য করেন, ‘সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ নেই’ বলে। এরপরই বিজেপি সেই ইস্যুতে মুখ খুলেছে। বিজেপির নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কংগ্রেসকে টার্গেট করে বলেন, ‘কংগ্রেসের ডিএনএ পছন্দ করে পাকিস্তানকে।’

উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলা ও ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খোলেন দিগ্বিজয় সিং। এই ইস্যুতে খোঁচার সুরে ,শিবরাজ সিং চৌহান প্রশ্ন তোলেন,’কোথায় যাচ্ছে এই টুকড়ে টুকড়ে গ্যাং?’ এই প্রশ্ন তিনি রাহুল গান্ধীর সামনে রাখেন। প্রসঙ্গত, রাহুল গান্ধী নিজেই এদিন ময়দানে নেমে সাফ বার্তায় জানিয়ে দিয়েছেন যে দিগ্বিজয় সিংয়ের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তাঁর পার্টি যে দিগ্বিজয়ের থেকে দূরে রয়েছে তা জানিয়েছেন তিনি। রাহুল সাফ বলেন, সেনার কোনও প্রমাণের প্রয়োজন হয় না। এদিকে, এই ইস্যুতে মুখ খুলে শিবরাজ সিং চৌহান বলেন, ‘ কংগ্রেসের ডিএনএ পছন্দ করে পাকিস্তানকে। এটা সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা। তারা (কংগ্রেস) দেখিয়ে দিচ্ছে যে তারা পাকিস্তানের সঙ্গে রয়েছে। রাহুল গান্ধীজি এটা কি ধরনের ভারত জোড়ো যাত্রা? আপনার সঙ্গে এগোচ্ছে টুকড়ে টুকড়ে গ্যং।’

মধ্যপ্রদেশের ভোপালের দাপুটো নেতা দিগ্বিজয় সিংকে এর আগে টুইটবাণে তোপ দাগেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি তাঁর টুইটে লেখেন, ‘ আপনি সেনার কর্মকাণ্ডে প্রশ্ন তুলে মা ভারতীকে অপমান করেছেন। যে সেনার দেশাত্মবোধ আর আত্মবলিদান আপনাকে আর গোটা দেশকে নিরাপদে রেখেছে। এটা কি দেশ বিরোধিতার প্রমাণ নয়?’

উল্লেখ্য, কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গি হামলার পর ভারতীয় সেনার পাল্টা হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের বালাকোটের অন্দরে জঙ্গি ঘাঁটি। সেই রাতের সার্জিক্যাল স্ট্রাইক সম্পূর্ণভাবে সফল হয় বলে জানিয়েছিল সেনা। যে ঘটনা আগে ২০১৬ সালে উরিতে জঙ্গি হামলায় ১৯ জন সেনা জওয়ান শহিদ হন। যার জবাবে পাকিস্তানকে সেদেশে থাকা জঙ্গি শিবির থেকে এই হামলা চালানোর প্রমাণও দেয় ভারত। তবে সেই প্রমাণ নিয়ে কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি পাকিস্তান। এরপরই সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup