Shubman Gill Equals Babar Azam’s Record After Century Rohit Sharma Century Against New Zealand Know Details

ইনদোর : টসে জিতলে ব্যাটিংই যে তিনি নিতেন, টসের মঞ্চে হেরেও সাফ জানিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। হোলকার স্টেডিয়ামের (Indore Holkar Stadium) ভাল পিচে যে ব্যাট হাতে দাপট দেখাত তিনি মুখিয়ে সেটাই যেন স্পষ্ট হয়ে উঠেছিল ভারতীয় অধিনায়কের কথায়। তারপর ব্যাট হাতে ক্রিজে নেমেও দেখা গেল আত্মবিশ্বাসও ব্যাটিং দাপটচের সেই ঝলক। তবে শুধু একা রোহিতে রক্ষে নেই, কিউয়ি বোলারদের ত্রাস বাড়াতে দোসর হলেন শুবমন গিলও (Subhman Gill)। ভারতের দুই ওপেনারি হাঁকালেন শতরান। ভারতের দুই ব্যাটসম্যানের জোড়া শতরানে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচে বড় স্কোর খাড়া করল ভারত।

দুরন্ত রোহিত-শুবমন

রোহিত শর্মা করলেন ১০১ রান। আর শুবমান গিল হাঁকালেন দুরন্ত ১১২ রান। রোহিত-শুবমন ওপেনিং জুটিতে করলেন ২১২ রানের দুরন্ত পার্টনারশিপ। ৮৬ বলে ৯ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারি হাঁকান রোহিত। আর স্বপ্নের ছন্দে থাকা শুবমন ১৩ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে মাত্র ৭৮ বলে করেন ১১২ রান। চলতি সিরিজের প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরি করার অনন্য নজির গড়েছেন গিল। যারপর এই ম্যাচে ফের শতরান হাঁকিয়ে আরও একটি নজির স্পর্শ করলেন তিনি।

বাবরকে ছুঁলেন গিল

৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে সর্বোচ্চ ৩৬০ রান করার রেকর্ড করলেন শুবমন। এতদিন যে নজির ছিল একমাত্র পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের (Babar Azam) দখলে। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে তিন ম্যাচে ওডিআই সিরিজে যে নজির গড়েছিলেন বাবর। 

এমনিতেই আগের দুটো একদিনের আন্তর্জাতিক ম্যাচে জিতে সিরিজে পকেটে পুরে এই ম্যাচে খেলতে নেমেছে ভারতীয় দল। হোলকার স্টেডিয়ামে এদিনের ম্যাচে জিতে রোহিতক ব্রিগেডের সামনে সুযোগ নিউজিল্যান্ডকে (India vs New Zealand) হোয়াইটওয়াশ (White Wash) করার। 

আরও পড়ুন- টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব যাচ্ছে রোহিতের? কী বললেন কোচ দ্রাবিড়?