Tala Bridge: উত্তর কলকাতার বহু এলাকায় ঢোকেনি পানীয় জল, পৌঁছে দিতে টালার পাশে নয়া সেতু

উত্তর কলকাতার বহু এলাকায় এখন ও ঢোকেনি পনীয় জল। টালা জলাধার থেকে সেই সব এলাকায় জল পৌঁছে দিতে নতুন পাইপলাইন তৈরি হচ্ছে। তার জন্য টালা সেতুর পাশে তৈরি হচ্ছে আরও একটি সেতু। ট্রেসেল ব্রিজ নামে ওই সেতুটির নির্মানের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর।

পুরসভা সূত্রে খবর, টালা জলাধারের সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। যে সব এলাকায় পরিশ্রুত পানীয় জল ঢোকে না সে সব এলাকায় তা পৌঁছে দেওয়ার জন্য ওই সেতুটির নির্মাণ করা হচ্ছে। ৭০০ মিটার দীর্ঘ এবং ৪৮ ইঞ্চ ব্যাসের পাইপলাইন সেতুর উপর দিয়ে পৌঁছবে গ্যালিফ স্ট্রিটে। সেখানে থেকে জল পৌঁছে দেওয়া হবে বিভিন্ন এলাকায়।

শুধু উত্তর বা মধ্য কলকাতা নয় দক্ষিণ কলকাতারও বিভিন্ন এলাকায় জল পৌঁছে দেওয়ার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, গার্ডেনরিচ ও ঢাকা জল প্রকল্প ছাড়াও গড়িয়ার ঢালাই ব্রিজেও নতুন জল প্রকল্প চালু করে পরিশ্রুত পানীয় জলের উৎপাদন বাড়ানো হবে।

কেন এই উদ্যোগ সে প্রসঙ্গে কলকাতা পুরসভার এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, ‘টালা সেতুর নীচ দিয়ে কেবল, ইন্টারনেট-সহ একাধিক লাইন গিয়েছে। ফলে সেখনে দিয়ে জলের পাইপ নিয়ে যাওয়াটা বেশ কঠিন। তাই টালা সেতুর পাশ দিয়ে আর একটি সেতু তৈরি করা হচ্ছে। ওটা দিয়ে জলের পাইপ নিয়ে যাওয়া হবে। সেতুটি তৈরি হলে আগামী দিনে ওই সব এলাকায় জলের সমস্যা অনেকটাই মিটবে।’

টালা সংলগ্ন বেশ কিছু এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। সম্প্রতি ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই পানীয় জলের সমস্যা অনেকেই তুলে ধরেছিলেন। তার পরই সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের বাড়াতে তৎপরতা দেখাতে শুরু করে কলকাতা পুরসভা। পুর আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ঢালাই ব্রিজে নতুন জল প্রকল্পের কাজ শেষ হলে এক কোটি গ্যালন জল মিলবে। এর ফলে দক্ষিণ কলকাতা ও ইএম বাইপাশ সংলগ্ন এলাকায় জলের সমস্যা অনেকটা মিটবে।