WB SSC scam: নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছে আরও এক নাম, কী বললেন কুন্তল ঘোষ?

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরেই উঠে এসেছে আরও একজনের নাম। নীলাদ্রি ঘোষ নামে এক ব্যক্তির কথা বারবার জানিয়েছেন কুন্তল ঘোষ। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের পাশাপাশি নীলাদ্রি ঘোষকেও কুন্তল টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন। আবার তাপস মণ্ডলও নীলাদ্রি ঘোষকে চেনেন বলেই দাবি করেছেন। এখন কে এই ব্যক্তি? তা নিয়ে উঠছে প্রশ্ন। সে বিষয়টি খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

সোমবার কুন্তল ঘোষকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আবার তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর কুন্তলকে বের করা হলে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে টাকা দিয়েছি। সিবিআই’কেউ সে কথা জানিয়েছি।’ নীলাদ্রির পরিচয় কুন্তলের কাছে জানতে চাওয়া হলে উত্তরে কুন্তল ঘোষ জানান, ‘নীলাদ্রি হলেন তাপস ঘোষের দালাল।’ তাহলে কি নিয়োগ দুর্নীতিতে নীলাদ্রিরও কোনও ভূমিকা হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এইসব প্রশ্নের উত্তর জানতে তাপসকে ফের জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব উত্তর পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা।

এই মামলায় শুধু নীলাদ্রি ঘোষ নয়, আরও দুজনের নাম উঠে এসেছে। তারা হলেন গোপাল দলপতি এবং তাপস মিশ্র। তাপস মণ্ডল আগে দাবি করেছিলেন, এই তিনজন হলেন তাদের পরিচিত। তাপস মণ্ডলের দাবি, এই তিন জন নিয়মিত তাঁর অফিসে যাতায়াত করতেন। তিনি দাবি করেছিলে, টাকা ফেরতের জন্য নীলাদ্রিকে কুন্তলের কাছে পাঠানো হয়েছিল।

তাপস মণ্ডল আরও দাবি করেছিলেন, শিক্ষক পদপ্রার্থীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। সেই টাকা তাঁর কাছে পাঠানো হয়েছিল। কিন্তু সেই টাকা তিনি ফেরত দিয়েছিলেন। পালটা কুন্তল দাবি করেছিলেন, তাঁর কাছে টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন তাপস। তিনি শিক্ষক পদপ্রার্থীদের কাছ থেকে কোনও টাকা নেননি শুধুমাত্র ১০ শতাংশ কমিশন নিয়েছিলেন বলেই দাবি কুন্তলের।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup