LIVE News: কংগ্রেস ছাড়লেন একে অ্যান্টনির ছেলে,বিরোধিতা করেছিলেন BBC তথ্যচিত্রের

একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি

লাইভ আপডেটস

Abhijit Chowdhury

মোদীকে নিয়ে তৈরি তথ্যচিত্র নিয়ে বিতর্ক, তৃণমূল বিধায়কের পা টেপার ছবি ভাইরাল… দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় সব গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রের দ্বিতীয় পর্ব গতকাল সম্প্রচারিত হয়েছে। এদিকে বাম ছাত্র ও যুব সংগঠনগুলি বিভিন্ন জায়গায় এই তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে গতকাল। যা নিয়ে জোর বিতর্ক হয়েছে। সংঘর্ষ বেঁধেছে বহু জায়গায়। জেএনইউ-তেও ধুন্ধুমার কাণ্ড হয়। এদিকে এসএফআই আগামী ২৭ জানুয়ারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখাতে চলেছে বলে জানা গিয়েছে। এছাড়াও দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় সব গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

25 Jan 2023, 10:01:35 AM IST

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব দলেরই একাংশ

হাবড়া ১ ব্লকের কুমড়া পঞ্চায়েতে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দলেরই পঞ্চায়েত সদস্যদের।

25 Jan 2023, 10:00:06 AM IST

ছেঁড়া হল পাঠানের পোস্টার

বিহারের একটি সিনেমা হলের সামনে আগুন লাগিয়ে দেওয়া হল ‘পাঠান’-এর পোস্টারে। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে। বিক্ষোভকারীদের ‘হর হর মহাদেব’ রব তুলতে শোনা যায়।

25 Jan 2023, 09:57:13 AM IST

উত্তপ্ত বাসন্তী, জখম তৃণমূল কর্মী

শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। গুরুতর জখম মোরসেলিম শেখ নামে এক যুব তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুঁড়ি এলাকায়। 

25 Jan 2023, 09:55:00 AM IST

ভাঙড়ে বাতিল তৃণমূলের মিছিল

প্রশাসনের নিষেধাজ্ঞার জেরে ভাঙড়ে প্রতিবাদ মিছিল বাতিল করল তৃণমূল। এই বিষয়ে আজ সকালে আরাবুল বলেন, ‘রাজ্য নেতৃত্বও মিছিল স্থগিত রাখার ব্যাপারে মত দিয়েছেন। তাই আপাতত কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে।’

25 Jan 2023, 09:47:53 AM IST

কংগ্রেস ছাড়লেন একে অ্যান্টনির ছেলে

একে অ্যান্টনির ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসি ডকুমেন্টারির বিরোধিতা করার একদিন পরই কংগ্রেস থেকে পদত্যাগ করলেন। 

25 Jan 2023, 09:46:44 AM IST

আদিগঙ্গা সংস্কারের কাজ করতে হবে ২০২৫ সালের মধ্যে

আড়াই বছরের মধ্যে আদিগঙ্গা সংস্কারের কাজ শেষ করতে হবে। জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের অধীনে আদিগঙ্গার সংস্কার সম্পূর্ণ করতে হবে।

25 Jan 2023, 09:45:29 AM IST

সরস্বতী পুজোর টেন্ডার ঘিরে গন্ডগোল কলকাতা বিশ্ববিদ্যালয়ে

সরস্বতী পুজোর টেন্ডার ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় গন্ডগোল বাঁধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। দরপত্র নিয়েই তৃণমূলের ছাত্র সংসদ ও অন্য পক্ষের বিবাদ বাঁধে বলে অভিযোগ।

25 Jan 2023, 09:43:38 AM IST

BBC-র তথ্যচিত্র প্রদর্শনীর প্রতিবাদ করায় BJP কর্মীদের বিরুদ্ধে মামলা

মোদীকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র প্রদর্শনের প্রতিবাদ করা বিজেপি বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ এবং যানবাহন বিঘ্নিত করার একটি মামলা দায়ের করল কেরল পুলিশ। বিজেপি কর্মীরা তিরুঅনন্তপুরমের পূজাপুরা এবং মানবীয়াম স্ট্রিটে প্রতিবাদ করেছিল গতকাল। সেখানে ডিওয়াইএফআই এবং যুব কংগ্রেস গতকাল বিবিসি ডকুমেন্টারিটি প্রদর্শন করেছিল।

25 Jan 2023, 09:39:03 AM IST

পাঠান নিয়ে VHP-এর বার্তা

পাঠান মুক্তির আগে বিশ্ব হিন্দু পরিষদের গুজরাট শাখার তরফে জানিয়ে দেওয়া হয়, শাহরুখ খানের পাঠান নিয়ে কোনও আপত্তি নেই তাদের। ‘আপত্তিকর’ দৃশ্য বাদ পড়ায় তারা সন্তুষ্ট।

25 Jan 2023, 09:39:03 AM IST

নিজের বায়োপিকের স্ক্রিপ্ট লিখছেন সৌরভ নিজে

নিজের বায়োপিকের স্ক্রিপ্ট নিজেই লিখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, বায়োপিকের প্রি প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। চুক্তি চূড়ান্ত করতে তিনি বর্তমানে মুম্বইয়ে।

25 Jan 2023, 09:39:03 AM IST

বিধায়কের পা টিপছেন পঞ্চায়েত সমিতির সদস্য

দলের নেত্রী চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পা টিপে দিচ্ছেন। সম্প্রতি এই ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য রুমা রায় পাল অসিতবাবুর পা টিপে দিচ্ছেন। এই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে।

25 Jan 2023, 09:39:03 AM IST

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, মৃত ৩

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটনের ইয়াকিমায়। ঘটনায় মৃত ৩। আত্মঘাতী হয়েছে হামলাকারী।

25 Jan 2023, 09:39:04 AM IST

কুন্তল-তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা, আজ ফের তলব মানিক ঘনিষ্ঠকে

তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির সংগঠন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের কর্তা তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করল ইডি। সূত্রের খবর, কুন্তলের একাধিক বয়ানের সঙ্গে তাপস মণ্ডলের একাধিক বয়ান মিলছে না। আজ সকাল এগারোটায় ফের তাপস মণ্ডলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়ে়ছে।

25 Jan 2023, 09:39:04 AM IST

এয়ার ইন্ডিয়াকে ১০ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-র

গত বছরের ডিসেম্বরে প্যারিস থেকে নয়াদিল্লিতে আসা ফ্লাইটে যাত্রীদের অসংযত আচরণের দু’টি ঘটনা সম্বন্ধে রিপোর্ট না করার জন্য মঙ্গলবার বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে

25 Jan 2023, 09:39:04 AM IST

সরকারের তৈরি কমিটিতে নাখুশ ভিনেশ-বজরংরা

রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মেরি কমের নেতৃত্বে তদারকি কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি গঠন নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। 

25 Jan 2023, 09:39:04 AM IST

লখনউয়ের ভেঙে পড়া বিল্ডিং থেকে উদ্ধার ১৪

লখনউয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও অন্তত পাঁচজন আটকে রয়েছেন বলে অনুমান।

25 Jan 2023, 09:39:04 AM IST

জেএনইউ-তে পাথর ছোড়ার অভিযোগ

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ অভিযোগ করেন, বিবিসির তথ্যচিত্র দেখানোর সময় এবিভিপির সদস্যরা তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়েন ৷ 

25 Jan 2023, 09:39:04 AM IST

উত্তপ্ত জেএনইউ

গুজরাট দাঙ্গা ও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র দেখানো নিয়ে উত্তপ্ত জেএনইউ ক্যাম্পাস। মঙ্গলবার গভীর রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিছিল করে বসন্ত কুঞ্জ পুলিশ স্টেশনে পৌঁছয়।

25 Jan 2023, 09:39:04 AM IST

‘ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম’

জাতীয় ভোটার দিবসে তরুণ প্রজন্মের ভোটারদের গুরুত্বের কথা তুলে ধরলেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। বললেন, ‘ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম।’

25 Jan 2023, 09:39:05 AM IST

দেরিতে চলছে ১৭টি ট্রেন

ঘন কুয়াশার জন্য উত্তর ভারতে আজ ১৭টি ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বন্ধ করুন