Saraswatri puja 2023 wishes: সরস্বতী পুজোয় শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন প্রিয়জনদের, কী লিখবেন জেনে নিন

এই বছর ২৬ জানুয়ারি শুধুই প্রজাতন্ত্র দিবস নয়, পাশাপাশি একই দিনে পড়েছে সরস্বতী পুজোর তিথি । বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। তাঁর আলোর প্রার্থনায় বাড়িতে ও স্কুল কলেজে এই পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও, এদিন বাড়িতে বাড়িতে ছোট্ট একরত্তি শিশুর হাতেখড়ি হয়। তাদের লেখাপড়ার জীবন শুরু হয় এই খাগের কলম হাতে নিয়েই।

  • শীতের আমেজ নিয়ে আসে মাঘ, মা আসেন বিদ্যের আলো নিয়ে। সকলের জীবন ভরে উঠুক বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে!
  • মা সরস্বতী বিদ্যার দেবী, তার আশীর্বাদ যেন সারা জীবন বর্ষিত হয়। মা আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা করি।
  • বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আগমন। মা আমাদের জীবন বিদ্যার আলোয় ভরে তোলো।
  • আজকের দিনটি এলেই মনে পড়ে যায় ছোটবেলার স্কুলজীবনের কথা। মা সকলকে আশীর্বাদ করো। সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই!
  • মা, বিদ্যা ও জ্ঞানের বিকাশ হোক তোমার দেখানো পথে। অজ্ঞানতার আঁধার দূর হোক মা। সকলের ভালো কাটুক সরস্বতী পুজো!
  • মা বীণাপাণি সকলের জীবনে সহায় হোক। মায়ের আশীর্বাদে দূর হোক অজ্ঞানতা। সকলকে সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর শুভকামনা।
  • জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবি নমোহস্তুতে। সকলকে সরস্বতী পুজোর শুভকামনা জানাই।
  • বসন্ত পঞ্চমীর শুভ তিথিতে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই আপনাকে ও আপনার পরিবারকে।
  • জ্ঞানের দেবী তুমি, অবিদ্যার তিমির থেকে উদ্ধার করো মা। তোমার বিদ্যা আমার জীবনের অলঙ্কার হোক!
  • মায়ের বীণার সুরে অন্তহীন আনন্দ, ব্রহ্মাণ্ডের মাঝে বাজান আনন্দ তান, বিদ্যাদাত্রীর আলোয় দূর হোক মনের অন্ধকার। শুভ সরস্বতী পুজো।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup