কেরানীগঞ্জে ডাকাতির সম্পৃক্ততায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২৩

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আসাদ হোসেন (৪০) নামের এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে সহযোগী সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসাদ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় শরিফ হোসেনের বড় ছেলে।

এ ঘটনায় হত্যা সহ একাধিক মামলার আসামি তার সহযোগী রাসেলকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেল চারটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ছোট মসজিদ পাড় এলাকার নিজ বাড়ি থেকে আসাদকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

এ প্রসঙ্গে জানতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আসাদ গ্রেপ্তারের বিষয়টি অবগত আছি। আমরা আশা করব পুলিশ নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করবে। তদন্তে আসাদ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অপরাধীকে স্বেচ্ছাসেবক লীগে ঠাঁই দেয়া হবে না।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান জানান, একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।তদন্তাধীন বিষয় এই মুহূর্তে সব বলা সম্ভব নয়, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সালাউদ্দিন/সাএ