Ind Vs NZ: Hardik Pandya Says Shubman Gill Will Open The Innings, Himself Eager To Use The New Ball

রাঁচি: ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) নাস্তনাবুদ করে জেতার পর শুক্রবার থেকে টি-টোয়েন্টিতে কিউয়িদের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। যে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। সিরিজ শুরুর আগে যাঁর গলায় আত্মবিশ্বাস।

সম্প্রতি নতুন বলে বোলিং করতে দেখা যাচ্ছে হার্দিককে। তিনি নিজে বলছেন, ‘নতুন বলে বোলিং আমি সব সময় পছন্দ করি। নেটে আমি যখনই বল করি, নতুন বলেই করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরনো বলে বোলিং রপ্ত করেছি। তাই পুরনো বলের চেয়ে নতুন বলে প্র্যাক্টিসে বেশি জোর দিই। আমি দলের প্রয়োজনে বোলিং করতে চাই।’

যোগ করেছেন, ‘আগের ম্যাচে আমাদের সেরা দুজন পেসারকে বিশ্রাম দিতে হয়েছিল আর সেই কারণে আমি নতুন বলে বোলিং করেছিলাম। এটা কোনও চাপই না। আর প্রস্তুতি ভাল থাকলে অর্ধেক চাপ কমে যায়।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রণকৌশল কী? হার্দিক বলছেন, ‘স্ট্র্যাটেজি কী, সেটা তো আমি বলব না। তবে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব। কৌশল কী মাঠে দেখে নেবেন। তবে আমরা চেষ্টা করব সর্বস্ব দিয়ে মাঠে ঝাঁপাতে আর সকলকে বিনোদন দিতে।’

এই সিরিজে দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার জিতেশ শর্মা। হার্দিক বলছেন, ‘খুব ভাল খেলেছে। তার পুরস্কার হিসাবেই দলে সুযোগ পেয়েছে। দুর্ভাগ্যবশত সঞ্জু স্যামসন চোট পেয়েছে। জিতেশ ভাল খেলে দলে সুযোগ পেয়েছে। এটা একটা ভাল ব্যাপার যে, ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করলে সেটা ঠিক নজরে পড়ে।’

ওপেনিং পার্টনারশিপ নিয়েও বেশি পরীক্ষা করার পক্ষপাতী নন হার্দিক। বলেছেন, ‘যাদের পাওয়া যাচ্ছে তারাই খেলবে ওপেনার হিসাবে। ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যান হতে হবে সেরকম কোনও মানে নেই। যে সেরা ক্রিকেটার সেই খেলবে। সে ডানহাতি না বাঁহাতি সেটা কোনও ব্যাপার নয়। শুভমনই খেলবে। ও যেভাবে পারফর্ম করছে, কোনও চিন্তাভাবনার জায়গাই নেই।’

টি-টোয়েন্টি সিরিজে নতুন লড়াই। হার্দিক বলেছেন, ‘ওয়ান ডে জিতেছি তবে চেষ্টা থাকবে টি-টোয়েন্টি সিরিজও জিততে। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড খুব ভাল দল। হয়তো ফল দেখে সব বোঝা যাচ্ছে না। হায়দরাবাদে প্রথম ম্যাচ যদি ওরা জিতে যেত তাহলে দ্বিতীয় ম্যাচে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকত। ওদের হারাতে গেলে খুব ভাল ক্রিকেট খেলতে হবে। এটা একটা নতুন সিরিজ। আগের সিরিজে কী হয়েছে সে কথা মাথায় রেখে এই সিরিজে মাঠে নামব না।’

বাংলার পেসার মুকেশ কুমার টি-টোয়েন্টির দলে রয়েছেন। তাঁকে কি অভিষেক করতে দেখা যাবে? হার্দিক বলছেন, ‘উমরন মালিক দারুণ ছন্দে। মুকেশ কুমার দলে রয়েছে। প্রয়োজন পড়লে মুকেশকেও খেলানো হবে। ওর থেকে সেরাটা বার করে আনা আমাদের দায়িত্ব।’

আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের