Jalpaiguri road accident: বিয়েবাড়ি যাওয়ার পথে ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, মৃত ২ স্কুল পড়ুয়া

মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল জলপাইগুড়িতে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে বানারহাট ও চামুর্চির মাঝে ভারত-ভুটান আন্তর্জাতিক সড়কে। ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বানারহাট চা বাগান এলাকা থেকে নিউ ডুয়ার্স চা বাগান এলাকার একটি বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বিয়েবাড়ি যাওয়ার পথে কাঁঠালগুড়ি চা বাগান সংলগ্ন এলাকায় একটি চলন্ত ট্রাকের পিছনে ছোট গাড়িটি ধাক্কা মারে। এর ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। মৃত দুই পড়ুয়ার নাম অনিকেত মুন্ডা (১৬) এবং মোহিত মুন্ডা (১৬)। গুরুতর আহত হয়েছেন বিজয় মুন্ডা, শিবনাথ মুন্ডা, রাজেশ তির এবং অনীল মুন্ডা। তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য চার আহত হলেন নুনি মুন্ডা, পঞ্চমি মুন্ডা, রাধিকা মুন্ডা এবং দীপক মুন্ডা। তাদেরকেও মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হতাহতরা সকলেই বানারহাট চা বাগানের বাসিন্দা। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। সেখানে তাঁরা দেখতে পান একটি ট্রাকের পিছনে ধাক্কা মেরেছে একটি ছোট গাড়ি। এরপরেই তাঁরা পুলিশে খবর দেন। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ট্রাকের চালক ও খালাসি পলাতক। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup