Padma shri Vadivel Gopal Masi Sadaiyan: নির্ভয়ে ধরেন বিষাক্ত সাপ, প্রশিক্ষণও দেন, পদ্মশ্রী ভাদিভেল গোপাল ও মাসি সদাইয়ান

বুধবার ২৫ জানুয়ারি ঘোষণা করা হয়েছে দেশের সর্বোচ্চ অসামরিক স্তরের মর্যাদাপূর্ণ পুরস্কার পদ্মসম্মান। মোট ১০৬ জনের নাম এই বারের পুরস্কার প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এই ঘোষণা করা হয়। তালিকার নাম ঘোষণার সময় উঠে আসে এমন অনেক নাম যারা নীরবে কাজ করে চলেছেন সমাজের উন্নতির জন্য। সমাজের অজ্ঞাত নায়ক তারা যারা সেভাবে প্রচারের আলোয় আসেন না। এমনকী খুব কম মানুষই তাঁদের সম্পর্কে ভালো করে জানেন। কিন্তু প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে নানা পারদর্শিতার নজির গড়ে তুলেছেন।

এই দুই বন্ধুর গল্প অনেকটা এমনই। তামিলনাডু়র ভাদিভেল গোপাল ও মাসি সদাইয়ান দুজনকেই যৌথভাবে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কী কারণে তাঁদের বেছে নেওয়া? তামিলনাডুর এই যুগ সাপ ধরার বিশেষজ্ঞ কর্মী। তামিলনাড়ুতে বাসিন্দা হলেও শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁরা সাপ ধরতে গিয়েছেন ও এখনও যান। ইতিমধ্যেই গ্লোবাল স্নেক এক্সপার্টের তকমা পেয়েছেন তাঁরা।

এদিনসামাজিক কাজের (প্রাণীকল্যাণ) তাঁদের অবদানের জন্য পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা করা হয়। ভাদিভেল গোপাল এবং মাসি সদাইয়ান দুজনেই তামিলনাডুর ইরুলা উপজাতির মানুষ। দুজনেরই বিপজ্জনক এবং বিষাক্ত সাপ ধরবার অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি এমন ধরনের সাপ ধরতে তাঁরা রীতিমতো দক্ষ। তবে এই নিয়ে কোনও প্রথাগত শিক্ষা নেই দুজনের। এমনকী এই বিষয়ে কখনও কোনও গবেষণা করেননি। কিন্তু এখন পারদর্শিতার কারণেই সারা বিশ্ব থেকে টাক আসে তাঁদের। এমনকী সাপ ধরার জন্য সারা বিশ্বে ঘুরে বেড়ান। মানুষকে সাপ ধরার প্রশিক্ষণও দেন। সাপ ধরার জন্য দুই বন্ধুই তাঁদের পূর্বপুরুষদের কৌশল ব্যবহার করেন।

উল্লেখ্য, পদ্মবিভূষণ,পদ্মভূষণ ও পদ্মশ্রী মোট তিনটি ভাগে এই পদ্ম সম্মান দেওয়া হয়ে থাকে। শিল্প, বাণিজ্য, কলা, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়ার মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখে গিয়েছেন, তাদের এই সম্মানে সম্মানিত করা হয়।কলা ক্ষেত্রে এই বছর পদ্মবিভূষণ পাচ্ছেন বালকৃষ্ণ দোশী, রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব। অন্যদিকে, রাকেশ ঝুনঝুনওয়ালা মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। রবীনা ট্যান্ডন থেকে শুরু করে মণিপুরের বিজেপি সভাপতি থৌনাওজাম চাওবা সিং-এর নামও রয়েছে পদ্ম সম্মানের তালিকায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup