Republic Day 2023: Team India Cricketers Send Wishes On 74th Republic Day, Know In Details

কলকাতা: প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটারেরা। সঙ্গে দেশের মুখ আরও উজ্জ্বল করার অঙ্গীকারও করলেন।

বিরাট কোহলি প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় জাতীয় পতাকার ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও-র ব্যাকগ্রাউন্ডে বাজছে, বন্দেমাতরম…

 

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, ‘ভারতীয় হিসাবে আমি গর্বিত। তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার ব্যাপারে আমি অঙ্গীকারবদ্ধ। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা’।

 

কুলদীপ যাদব গ্যালারিতে জাতীয় পতাকার প্রেক্ষিতে নিজের উইকেট নেওয়ার পর উল্লাসের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারত ক্রমেই উন্নত থেকে উন্নততর দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। জয় হিন্দ’।

 

 

 

 

 

 

 

১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান তৈরি করে সংবিধান সভা। তারপরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি বলবৎ হয় সংবিধান। সেই সময় থেকেই ভারত সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক রাষ্ট্র পরিচয়ে আত্মপ্রকাশ করে। তিনটি জাতীয় ছুটি দিবসের একটি হল প্রজাতন্ত্র দিবস।

প্রতিবছর, প্রজাতন্ত্র দিবস উদযাপনের অন্যতম অংশ হল বর্ণাঢ্য কুচকাওয়াজ। দেশের নিরাপত্তারক্ষীবাহিনী শৌর্য প্রদর্শন করে। এই দিনের অনুষ্ঠানে প্রথা অনুযায়ী বিদেশের কোনও রাষ্ট্রপ্রধানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এই বছর প্রধান অতিথি ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসি।