Republic Day Live: কর্তব্যপথে আজ প্যারেড দেখবেন ৬৫ হাজার, মোতায়েন ৬ হাজার রক্ষী

আজ দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। দেশের রাজধানীর পাশাপাশি বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এই উপলক্ষে। এদিকে আজ নয়াদিল্লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফত্তাহ এল-সিসি। প্রজাতন্ত্র দিবসের যাবতীয় আপডেট ও খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

26 Jan 2023, 09:21:08 AM IST

দিল্লিতে প্যারেড দেখতে আসবেন প্রায় ৬৫ হাজার

প্রায় ৬০-৬৫ হাজার মানুষ আজ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উদযাপনে অংশ নেবেন দিল্লিতে। এবছর প্যারেড দেখার জন্য যে পাস দেওয়া হয়েছে তাতে কিউআর কোড আছে। সেটি স্ক্যান করে তবে দর্শকরা প্রবেশ করতে পারবেন। দিল্লি পুলিশের উচ্চাধিকারিক জানিয়েছেন, বৈধ পাস ছাড়া কেউ প্যারেড দেখতে পারবেন না।

26 Jan 2023, 09:21:09 AM IST

৬ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন নয়াদিল্লিতে

এই প্রথম কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে আজ। সেই উপলক্ষে রাজধানীর সর্বত্র বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রায় ৬ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়ে নয়াদিল্লিতে। কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে ২৪টি হেল্প ডেস্ক থাকছে। দিল্লি পুলিশের উচ্চাধিকারিক জানিয়েছেন, ১৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর মধ্যে বেশির ভাগের ফেসিয়াল রেকগনিশন সিস্টেম রয়েছে।