Saraswati Puja 2023: Bangladesh Cricketer Litton Kumer Das Poses With Wife On Basant Panchami, Photo Went Viral

ঢাকা: সরস্বতী পুজোয় (Saraswati Puja 2023) মাতোয়ারা ওপার বাংলাও। বাংলাদেশের তারকারাও বসন্ত পঞ্চমীর রংয়ে নিজেদের রাঙালেন।

সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (Litton Das) বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে স্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে। পোশাকে সাবেকিয়ানা। বসন্ত পঞ্চমীতে বাসন্তী রংয়ের ছোঁয়া দুজনের পোশাকে।

লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা পরেছেন হলুদ শাড়ি। খোলা চুল। কানে দুল। সাদামাটা সাজেও আকর্ষণীয় লাগছে। লিটন স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে পরেছেন পাঞ্জাবি। যদিও পাঞ্জাবির মূল রঙ বাদামি। তার ওপর বাসন্তী রংয়ের কাজ। দুজনে ছবির জন্য পোজ দিয়েছেন বাগদেবীর সামনে। লিটন ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা’।

পরে কলকাতা নাইট রাইডার্সও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। সঙ্গে সকলকে বাসন্তীপঞ্চমীর শুভেচ্ছা জানান হয়। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে লিটনকে। আপাতত বাগদেবীর আরাধনায় মেতে লিটন।

 

সৌরভের সরস্বতী বন্দনা

শহরে থাকলে প্রায় ৩০ বছর ধরে এই দিনটিতে এই একই রুটিন চলে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) বাড়ির সরস্বতী পুজো (Saraswati Puja 2023) প্রায় তিরিশ বছর ধরে চলে আসছে। কলকাতায় থাকলে এই দিনে সকাল সকাল হাজির হয়ে যান সৌরভ (Dada)। পুষ্পাঞ্জলি দেন। পরিবারের সকলের সঙ্গে ভোগ খান।

এ বছরও তার ব্যতিক্রম হল না। ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর সরস্বতী পুজোয় হাজির সৌরভ। অঞ্জলি দিলেন। বাগদেবীর আরাধনা জমজমাট জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে ঘিরেই। পুজোতে উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের শিক্ষার্থী, তাঁদের পরিবার ও অন্যান্যরা। ডোনা বলেন, ‘বহুদিন ধরে পুজো করে আসছি। সময়ের সঙ্গে সঙ্গে পুজোর ব্যাপ্তিও বেড়েছে। তবে কোভিড পরবর্তী সময়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও, করোনা তো নিশ্চিহ্ন হয়ে যায়নি।’

এ বছর সরস্বতী পুজো পড়েছে প্রজাতন্ত্র দিবসের দিন। স্বভাবতই ছুটির মেজাজ। সৌরভ সকালেই হাজির হয়ে যান ডোনার বাড়িতে। সেখানে সকলের সঙ্গে অঞ্জলি দেন। পরে সৌরভ বলেন, ‘এটা সানার পুজো। ওর জন্যই এত আয়োজন হয়ে আসছে প্রত্যেক বছর। খুব আনন্দ করে। কিন্তু এ বছর ও নেই। পড়াশোনার জন্য বিদেশে থাকতে হচ্ছে।’ সরস্বতীর কাছে কী প্রার্থনা করলেন? সৌরভ হেসে বলছেন, ‘কী আর চাইব!’

আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের