Didir Doot: অনুব্রতর জেলায় ফের বিক্ষোভের মুখে ‘দিদির দূত’, স্লোগান দিয়ে দাবি চাপার অভিযোগ

ফের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন ‘দিদির দূত’ সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দলীয় কর্মীরা স্লোগান দিয়ে সেই বিক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসী লাগাতার তাঁদের অভিযোগ জানাতে থাকেন। এলাকায় শোরগোলের পরিস্থিতি তৈরি হয়। সেই সময় পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন বিধায়ক। কিন্তু গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে তাঁদের অভিযোগ জানাতেই থাকেন। পরে একটি স্থানীয় ক্লাবে বসে গ্রামবাসীদের অভিযোগ শোনেন বিধায়ক।

শুক্রবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে যান বিকাশ রায়চৌধুরী। গ্রামবাসীরা অভিযোগ করেন, আবাস যোজনার বাড়ি তৈরির জন্য অনেকের কাছ থেকে ‘কাটমানি’ নিয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। এছাড়া কারও অভিযোগ ছিল এলাকার বেহাল রাস্তা নিয়ে। কেউ কেউ জব কার্ড নিয়ে নানা প্রশ্ন তোলেন। বিধায়ক তাঁদের বলেন তাঁর অফিসে গিয়ে অভিযোগ জানাতে। গ্রামবাসীরা বলেন, অফিসে অভিযোগ জানাতে গিয়ে তাঁর দেখা মেলেনি। এর পর এক গ্রামবাসী কিছু বলতে গেলেই তৃণমূল কর্মীরা স্লোগন দিতে শুরু করেন। সেই সময় বিধায়ক পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।

পরে একটি ক্লাবে বসে গ্রামবাসীদের অভিযোগ শোনেন বিধায়ক। গ্রামবাসীদের দাবি, তাঁরাও তৃণমূল করেন। তাঁদের সমস্যার কথা জানাতে এসেছিলেন বিধায়ককে। পরে বিধায়ক বলেন, ‘এখানে কোনও ক্ষোভ নেই। কিছু সমস্যা আছে সেই সমস্যার কথাই বলতে এসেছিলেন। এই গ্রামের সবাই তৃণমূল কংগ্রেস করে। ওঁরা তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূলেই থাকবে। যদি কেউ দুর্নীতি করে থাকে তবে দল তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)