WB SSC scam: তাপসের কাছ থেকে টাকা নিয়ে পার্থর কাছে পৌঁছে দিত কুন্তল, চাঞ্চল্যকর তথ্য পেল ইডি

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতারের পরেই উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য। এবার আরও নতুন তথ্য জানতে পারলেন ইডির গোয়েন্দারা। যে সাড়ে ১৯ কোটি টাকার কথা কুন্তল জানিয়েছিলেন। সেই টাকা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যেত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এক্ষেত্রে আবার নতুন করে পার্থর নাম উঠে এসেছে।

প্রাথমিক তদন্তের পরে ইডি মনে করছে, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকে কুন্তল সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছিলেন। যার মধ্যে সাড়ে ১৫ কোটি টাকা পার্থর কাছে পৌঁছে দিয়েছিলেন কুন্তল ঘোষ। আর সেই সূত্রে আবারও উঠে এসেছে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। কুন্তলের দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে যে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল তার মধ্যে রয়েছে ওই সাড়ে ১৫ কোটি টাকা। কুন্তলের দাবি, ওই টাকা তুলে দেওয়া হয়েছিল পার্থর প্রাক্তন সচিবের হাতে। তারপরেই সেই টাকা পৌঁছে গিয়েছিল অর্পিতার বাড়িতে।

এখন কুন্তল পুরোপুরি সত্যি কথা বলছেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা। ফলে তদন্তকে বিভ্রান্ত করার জন্য কুন্তল এই কথা বলতে পারেন বলেও মনে করছেন তদন্তকারীদের একাংশ। কারণ পার্থ এখন তিহার জেলে রয়েছেন। ফলে তদন্তের গতি প্রকৃতি ঘুরিয়ে দেওয়ার জন্যই কুন্তল এমনটা বলছেন কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। অন্যদিকে, কুন্তলের ঘনিষ্ঠ তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। সে ক্ষেত্রে শান্তনু এবং তাপসকে কুন্তলকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ভিডিয়োগ্রাফি করা হয়েছে। শান্তনুকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup