পাকিস্তানের অন্দরে ক্রমেই বাড়ছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতিতে আইএমএফ এগিয়ে এসে ইসলামাবাদকে সাহায্যের হাত বাড়ালেও, পাকিস্তানের সামনে আইএমএফ পেশ করেছে বেশ কিছু শর্ত। এই শর্ত আরও উদ্বেগ বাড়িয়েছে সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। সদ্য তিনি বলেছেন, আইএমএফ পাকিস্তানের অভাবনীয় আর্থিক সংকটের পরিস্থিতি আরও কঠিন করে তুলছে।
উল্লেখ্য, পাকিস্তানে বন্যা পরিস্থিতির পর থেকে আর্থিক অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। এদিকে, বৈদেশিক মুদ্রার ভান্ডারে ব্যাপক টান পড়েছে পাকিস্তানে। এদিকে, এই পরিস্থিতি মোকাবিলায় আইএমএফের দেওয়া যে শর্ত রয়েছে, তা মানলে দেশে দাঙ্গা লাগার আশঙ্কা প্রকাশ করেছেন সদ্য পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। এই মুহূর্তে আর্থিক সংকট থেকে বাঁচতে পাকিস্তানের একমাত্র ভরসার জায়গায় রয়েছে আইএমএফ। এদিকে, পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের আর্থিক পরিস্থিতি অভাবনীয়।’ সেই সঙ্গেই আইএমএফের দেওয়া শর্ত নিয়ে তিনি বলেন, ‘যে শর্ত আমাদের পূর্ণ করতে বলা হয়েছে, তা ভাবনারও বাইরে।’ পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সকলেই জানেন, আমাদের রিসোর্স শেষের দিকে। আমরা আর্থিক সংকটের মুখে।’
উল্লেখ্য, সদ্য পাকিস্তানের পেশোয়ারে এক মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শাহবাজ। তাঁকে প্রশ্ন করা হয় যে, সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তানের আরও বেশি করে আর্থিক বরাদ্দ রাখা প্রয়োজন কি না! তার উত্তরে শাহবাজ শরিফ তুলে ধরেন সেদেশের আর্থিক অবস্থার প্রসঙ্গ। এর আগে আইএমএফের শর্তভার খানিকটা লাঘব করার আর্জি জানায় পাকিস্তান। এদিকে, সেদেশে মুদ্রাস্ফীতি হাতের বাইরে চলে যাচ্ছে দিন দিন। ক্রমেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। শুরু হয়েছে রান্নার গ্যাস, ভোজ্য তেলের ঘাটতি। জ্বালানির দাম সেদেশে আকাশ ছুঁয়েছে। বিভিন্ন ভিডিয়োতে উঠে আসছে রুটি থেকে ভাত নিয়ে কাড়াকাড়ির ছবি। এই পরিস্থিতিতে আইএমএফের শর্ত নিয়ে মুখ খুলেছেন পাক প্রধানমন্ত্রী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup