ABP Exclusive: ইংরেজি ক্লাসে সময়ের আগে পৌঁছে গিয়েই জীবন বদলে যায় হাওড়ার হৃষিতার । BCCI

<p><span class="style-scope yt-formatted-string" dir="auto">Hrishita Basu Exclusive: হতে চেয়েছিলেন মিডিয়াম পেসার। উচ্চতা কম থাকায় কোচের পরামর্শে হয়ে গেলেন উইকেটকিপার। ভারতীয় (Indian Cricket Team) দলে নিজের নাম দেখে প্রথমে বিশ্বাসই হয়নি হৃষিতা বসুর (Hrishita Basu)। বিশ্বচ্যাম্পিয়ন (Womens U19 T20 World Cup) হয়ে স্বপ্নপূরণ হাওড়ার ক্রিকেটারের। ফাইনালের আগে নীরজ চোপড়ার (Neeraj Chopra) কথায় লড়াইয়ের অক্সিজেন পান। মায়ের স্কুটিতে চেপে তাঁর ক্রিকেট খেলতে যাওয়ার কাহিনি মনে পড়ায় সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছোটবেলা। অথচ কিংবদন্তিকে সামনে দেখে নিজের চোখকে বিশ্বাস হয়নি!&nbsp;</span></p>