ত্রিপুরায় প্রচারে যাওয়া আগে সংখ্যালঘুদের নিয়ে দিলীপ-শুভেন্দুর সুর অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর গলায়। বিমানবন্দরে ঢোকার আগে মহাগুরু জানিয়ে দিলেন, বিজেপি কোনও দিন মুসলিম বিরোধী ছিল না। বাজারে প্রচার করা হয়েছে বিজেপি মানেই মুসলিম বিরোধী।
এদিন তিনি বলেন,’কেন আবার একথা বলছেন? বিজেপি কবে সংখ্যালঘু বিরোধী ছিল? ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী। এটাকে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি মুসলিম বিরোধী নয়।’ এ প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, ‘ বাংলার ‘হিন্দুস্থানি মুসলিম’দের কথা আমরা ভাবি। আমি চাই আমার পশ্চিমবঙ্গের মুসলমান ভাইবোনরা ভাল থাকুক।’
শুক্রবার সকালে ত্রিপুরার উদ্দেশে রাওনা দেন মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। পরে এ লকেট চট্টোপাধ্যায়ও। সেখানে তাঁরা বিজেপি প্রার্থীদের সমর্থন প্রচার করবেন। ত্রিপুরা নির্বাচনের ফলাফল কী হতে পারে সে সম্পর্কে মহাগুরুকে জিজ্ঞাসা করা হল, তা নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তিনি। মিঠুন বলেন, ‘এ নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করতে যাচ্ছি।’
প্রসঙ্গত, ত্রিপুরার ভোট প্রচারে বাংলা থেকেও একটি দল পাঠাচ্ছে তৃণমূল। এই দলে রয়েছেমম দেব, মিমি, নুসরত, সায়ন্তিকা, রাজ, জুন মালিয়া-সহ একাধিক তারকা নেতা-নেত্রী। এ ছাড়া শাকদলের হেভিওয়েট নেতারাও সেখানে প্রচারে যাবেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)