গৃহস্থের বাড়ি থেকে সোনার গয়না চুরির অভিযোগে এক পরিচারিকাকে গ্রেফতার করল পুলিশ। লেকটাউন থানা এলাকায় ওই চুরির ঘটনায় অভিযুক্ত ওই মহিলাকে ভাটপাড়া থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড।
গত ২৯ জানুয়ারি লেক টাউনের বাসিন্দা সুধা সঞ্চিতি থানায় চুরির অভিযোগ জানান। তাঁর দাবি, একটি অনলাইন আয়া সেন্টার থেকে একজন পরিচারিকা নিয়োগ করেছিলেন তিনি। ২৭ জানুয়ারি কাজে যোগ দেন তিনি। ২৮ জানুয়ারি তিনি দেখেন শিশুর গায়ে গয়না উধাও। বাড়ির অন্যান্য জায়গা থেকেও বেশ কিছু গয়না বেপাত্তা। পরদিন থানায় অভিযোগ জানান তিনি। জমা দেন পরিচারিকার আধার কার্ডের জেরক্স কপি।
অভিযোগ পেয়ে আয়া সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। দেখা যায় পরিচারিকার দেওয়া আধার কার্ডটি ভুয়ো। এমনকী আয়া সেন্টারকেও সমস্ত ভুয়ো তথ্য দিয়েছেন তিনি। এর পর নিজেদের সূত্র ব্যবহার করে মহিলার খোঁজ শুরু করে পুলিশ। জানা যায় তিনি ভাটপাড়ার বাসিন্দা। শুক্রবার ভাটপাড়ায় অভিযান চালান লেকটাউন থানার আধিকারিকরা। ধরা পড়েন অভিযুক্ত পরিচারিকা। শনিবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত জানতে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।