Skip to content
Updated: 04 Feb 2023, 11:54 PM IST
Soumick Majumdar
আদানির শেয়ার ঘিরে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এম… more
আদানির শেয়ার ঘিরে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এমনটাই বললেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। আদানি গোষ্ঠীকে ঘিরে বিতর্ক উপচে পড়ছে। এই নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা আশঙ্কাও তুলে ধরা হচ্ছে। এমতাবস্থায় বিশ্বের মিডিয়াকে সতর্ক করে দিলেন মাহিন্দ্রা গোষ্ঠীর প্রধান।
1/5 আর যাই করুন, ভারতের বিরুদ্ধে কখনও বাজি ধরবেন না। আদানির শেয়ার ঘিরে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এমনটাই বললেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। আদানি গোষ্ঠীকে ঘিরে বিতর্ক উপচে পড়ছে। এই নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা আশঙ্কাও তুলে ধরা হচ্ছে। এমতাবস্থায় বিশ্বের মিডিয়াকে সতর্ক করে দিলেন মাহিন্দ্রা গোষ্ঠীর প্রধান। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5 ‘আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির অনেকেই আশঙ্কা করছে, ব্যবসা ক্ষেত্রের বর্তমান এই চ্যালেঞ্জগুলির ফলে ভারতের বিশ্বশক্তিতে পরিণত হওয়ার প্রচেষ্টা ভেস্তে আসতে পারে। করবে কিনা। আমি আমার দীর্ঘ জীবদ্দশায় ভূমিকম্প, খরা, মন্দা, যুদ্ধ, সন্ত্রাসবাদী হামলা সবই দেখেছি। আমি এটুকুই বলব, ভারতের বিরুদ্ধে কখনও বাজি ধরবেন না,’ টুইটে লিখেছেন প্রখ্যাত শিল্পপতি। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5 মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে সংস্থার বিরুদ্ধে শেয়ার কারচুপি, অ্যাকাউন্টিং জালিয়াতি এবং বিপুল দেনার অভিযোগ তোলা হয়। তার পরেই আদানি গ্রুপের বাজার মূলধন থেকে প্রায় ১ লক্ষ কোটি টাকা হাওয়া হয়ে গিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Twitter)
4/5 উল্লেখযোগ্য বিষয় হল, শুধুমাত্র আদানি গোষ্ঠীর এই পতনের প্রভাবেই ভারত বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি ইক্যুইটি বাজারের তালিকা থেকে বেরিয়ে গিয়েছে। দেশের বাজার মূলধন $৩.২ ট্রিলিয়নের নিচে নেমে গিয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Twitter)
5/5 ব্লুমবার্গের মতে, আরও বেশ কিছু সময় ধরে এভাবেই আদানি গোষ্ঠীর শেয়ারগুলির পতন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। ফলে বিশ্বে শেয়ার বাজারের নিরিখে ভারতের অবস্থান আরও পিছিয়ে যেতে পারে। ফাইল ছবি: রয়টার্স (Twitter)
গ্যালারির বাকি অংশ দেখুন
অন্য গ্যালারিগুলি
পোস্ট ন্যাভিগেশন