যুক্তরাষ্ট্রের আকাশে আরও এক ‘গুপ্তচর’ বেলুন, যা বললো চীন

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ৪ ফেব্রুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে চীনা বেলুন ওড়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি চীনা বেলুন ওড়ার খবর পাওয়া গেছে। লাতিন আমেরিকার ওপরে দ্বিতীয় বেলুনটি উড়ার খবর দিয়েছে পেন্টাগন। শুক্রবার রাতে পেন্টাগনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

দ্বিতীয় বেলুনটি ওড়ার খবর স্বীকার করে পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা এখন মূল্যায়ন করছি এটি আরেকটি চীনা নজরদারি বেলুন।’ তবে দ্বিতীয় বেলুন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি চীন।

গত বৃহস্পতিবার প্রথম চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে দেখা যায়। বেলুনটি শনাক্তের পর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, চীনের এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে।

স্পর্শকাতর মার্কিন স্থাপনার ওপর দিয়ে চীনা বেলুন উড়তে দেখে নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। রহস্যজনক বেলুনটিকে কী করা হবে সেটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র সন্দেহ করছে এটি ‘চীনা নজরদারি বেলুন’ এবং এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবির পর শুক্রবার চীন দাবি করেছে, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য পাঠানো এ বেলুন পথ ভুল করে যুক্তরাষ্ট্রে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি যুক্তরাষ্ট্র গেছে। দেশটির আকাশসীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি উড়ে যাওয়ার এ ঘটনার জন্য বেইজিং অনুতপ্ত।

দুই দেশের চলা উত্তেজনার মধ্যে নতুন করে বেলুনকাণ্ড যোগ হওয়ায় নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। এর জেরে নির্ধারিত বেইজিং সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

না.হাসান/সাএ