বাংলা নিউজ > টুকিটাকি > Artificial intelligence: মানুষের থেকেও চটপটে হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা! কী আছে নতুন মডেলে? রইল খোঁজ
Updated: 03 Feb 2023, 02:11 PM IST
Sanket Dhar
Artificial intelligence may work faster with this new type of model: মানুষের থেকেও বেশি চটপটে হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। তেমন মডেলই আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, অনেক কাজই নিমেষে করবে এই মডেল।
1/6 কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের মস্তিষ্ককে মাত দেবে এবার? বুদ্ধিমত্তা নিয়ে একের পর এক গবেষণা ও তত্ত্ব আবিষ্কার সেই পথেই ঠেলে দিচ্ছে আগামী পৃথিবীকে। (Freepik)
2/6 কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্কের আদলেই তৈরি। কোনও জিনিস দেখে বুঝতে পারা, কিছু শুনে সিদ্ধান্ত নিতে পারার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করে দেয় একটি যন্ত্র। (Freepik)
3/6 মানুষের সাহায্য ছাড়াই এমনটা হয় বলেই বাড়ছে আতঙ্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা যত উন্নত হবে, ততই কমবে কর্মসংস্থানের সুযোগ। যেভাবে প্রযুক্তি কেড়ে নিয়েছে কর্মসংস্থান, তেমনভাবেই। (Freepik)
4/6 কোনও জিনিস দেখে তাকে চেনার জন্য মানুষের মস্তিষ্ককে দুটি ধাপ পেরতে হয়। একটি ধাপে জিনিসটির ছবি স্নায়ু গ্ৰহণ করে। পরের ধাপে স্নায়ুর জটিল ব্যবস্থা জিনিসটিকে চিহ্নিত করে। (Freepik)
5/6 কৃত্রিম বুদ্ধিমত্তায় এই কাজগুলি দুইয়ের বেশি ধাপে হয়। একটি গাড়িকে চিহ্নিত করতে ছবি দেখার পর বুদ্ধিমত্তার প্রথম ধাপ গাড়ির চাকা চিহ্নিত করে। পরের ধাপ গাড়ির আলো, তারপরের ধাপ গাড়ির দরজা। এভাবেই বেশ কয়েকটি ধাপের পর সেটিকে গাড়ি বলে বুঝতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। (Freepik)
6/6 তবে সম্প্রতি বারইলান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করলেন এক বিশেষ মডেল। ডেনড্রিটিক ট্রি আর্কিটেকচার নামের এই মডেল অবিকল মানুষের স্নায়ুর আদলে তৈরি। ফলে আরও দ্রুত কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। (Freepik)
গ্যালারির বাকি অংশ দেখুন
অন্য গ্যালারিগুলি