বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর করে যাওয়ার দু’দিনের মধ্যেই বোমা বিস্ফোরণ। বোমা ফেটে জখম হয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই। নিহত হয়েছেন তাঁর সঙ্গী। শনিবার রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতাল মোড়ের কাছে এই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতাল মোড়ের কাছে একটি বোমা ফাটে। বোমার আঘাতে জখম হয়েছেন তৃণমূল পরিচালিত মাড়গ্রাম ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুট্টো শেখে ভাই লাল্টু শেখ। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন বন্ধু নিউটন শেখ। বিস্ফোরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাদের উদ্ধার করে স্থানীয় রামপুরহাট গর্ভমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থনে রয়েছে রামপুর হাট থানার পুলিশ। কী কারণে বিস্ফোরণ তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের দাবি, বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ হয়।
এর আগে একাধিকবার বিস্ফোরণ হয়েছে বীরভূমে। গত ১৪ নভেম্বর সাঁইথিয়ায় বোমা ফেটে পা উড়ে যায় এক ব্যক্তির।