কলকাতা বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মশলার প্যাকেট বাজেয়াপ্ত করলেন অভিবাসন দফতরের আধিকারিকরা। আর সেই প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। সেই প্যাকেটে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা। বিমান বন্দর সূত্রের খবর, এই মশলার প্যাকেট অভিনব কায়দায় বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতায়। যার পরিমাণ ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার অনুমান, ১ কোটি ৮০ লক্ষ টাকা। এই ঘটনায় তিনজন ভারতীয়কে গ্রেফতার করেছে অভিবাসন দফতর।
জানা গিয়েছে, ধৃত ৩ জনের নাম হল সুনীল গুপ্ত, গৌতম বর্মা এবং কমলেশ গুপ্ত। জানা গিয়েছে, ওই তিনজনের কাছে ছিল লাগেজ। বিমানবন্দর থেকে প্রস্থানের সময় তাদের লাগেজ স্ক্যান করে ধরা পড়ে প্রচুর মশলার প্যাকেট। সেই মসলা প্যাকেট খুলতেই দেখা যায় তার মধ্যে রয়েছে ওই পরিমাণ মার্কিন ডলার। ওই তিনজনের বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে ব্যাংককের দিকে যাওয়ার কথা ছিল। তাদের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের জেরায় অসঙ্গতি পাওয়া গেলে তাদের গ্রেফতার করে অভিবাসন দফতর।
গ্রেফতারের পর ওই তিনজনকে শুক্রবার আদালতে পেশ করা হয়। এখন প্রশ্ন উঠছে এই বিপুল পরিমাণ টাকা তারা কোথায় নিয়ে যাচ্ছিল? কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল? তাদের এই বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের উৎসই বা কী? এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা বা আরও কারা কারা জড়িত রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup