Group clash of BJP: টিফিন নিয়ে বিবাদ, অভিষেক-গড়ে নেতৃত্বের সামনেই বিজেপি কর্মীদের ‘কোন্দল’, অস্বীকার পদ্ম শিবিরের

পঞ্চায়েত ভোটের আগে এবার প্রকাশ্যে আসল বিজেপির গোষ্ঠীকোন্দল। ডায়মন্ড হারবারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কার্যকারিণী বৈঠকের আগে সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী। চলল বিজেপির দুই পক্ষের মধ্যে হাতা হাতি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অবশ্য নিজেদের গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, টিফিন নিয়ে বচসা হয়েছে।

শনিবার ডায়মন্ডহারবার পুরসভা ৪ নম্বর ওয়ার্ডে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই বৈঠকের ডাক দেয় বিজেপি। সেই বৈঠকে সুকান্ত মজুমদার ছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সেই সময় কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপির দুই গোষ্ঠী। দুপক্ষের মধ্যে চলে কিল, ঘুষি। তবে ডায়মন্ড হারবারে সাংগঠনিক জেলা সভাপতি সুফল ঘাটুর দাবি, মারামারি হয়নি। টিফিন নিয়ে গোলমাল হয়েছে। এতে রাজনীতির কিছুই নেই। এরপরে তিনি সুর বদলে বলেন, ‘তৃণমূল হয়তো লোকজন দিয়ে এসব করিয়েছে। আমাদের দলের মধ্যে মারপিটের কোনও ব্যাপার নেই।’(মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন অনিত থাপা! জোর জল্পনা)

যদিও সূত্রের খবর, এদিনের মারপিট টিফিন নেওয়াকে কেন্দ্র করে নয়। বিজেপির এক গোষ্ঠীর লোকজন পতাকা লাগাচ্ছিলেন। তাতে বাধা দেয় অন্য গোষ্ঠীর লোকজন। তাই নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। যদিও এ বিষয়ে সুকান্ত কিছু উত্তর দেননি। আবার গোষ্ঠী সংঘর্ষের কথাও অস্বীকার করেননি। তবে পঞ্চায়েতের আগে ডায়মন্ড হারবারের মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে গোষ্ঠীকোন্দলের ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup