শুক্রবার দ্য অ্যাডভারটাইজিং ক্লাব আয়োজিত এম.অ্যাড কুইজে বিজয়ীর পুরস্কার জিতে নিল হিন্দুস্তান টাইমস। দ্য অ্যাডভারটাইজিং ক্লাবের আয়োজনে জনপ্রিয় অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল এম.অ্যাড কুইজ। বিজ্ঞাপন, সংবাদমাধ্যম ও প্রচারমূলক সংস্থার জন্য বিশেষভাবে আয়োজন করা হয় এই কুইজের। রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন ছিলেন এদিনের প্রতিযোগিতার কুইজমাস্টার। সংবাদমাধ্যম, বিজ্ঞাপন এবং বিপণন শিল্পসংস্থা থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে এদিন ছিল হাড্ডাহাড্ডি লড়াই।
হিন্দুস্তান টাইমসের তরফ থেকে শুক্রবারের প্রতিযোগিতায় অংশ নেন এইচটি মিডিয়া ল্যাবের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অবিনাশ মুদালিয়ার ও এইচটি স্কুলের বিষয়বস্তু প্রধান মেঘশ্যাম শিরোদকার। প্রতিযোগী অন্য দুই বিজ্ঞাপন সংস্থা লিও বার্নেট এবং ম্যাকক্যানকে পিছনে ফেলে প্রথম পুরস্কার জিতে নেয় হিন্দুস্তান টাইমস। অ্যাডভারটাইজিং ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতি দলে দু’জন করে সদস্য ছিলেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয় দল নির্বাচত হয়। তাদের মধ্যেই শেষ পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেই লড়াইয়েই সেরা শিরোপা জিতে নিল ভারতের অন্যতম সেরা সংবাদমাধ্যম।
এদিনের প্রতিযোগিতার আগে এম.অ্যাড কুইজ কমিটির চেয়ারপার্সন ডক্টর ভাস্কর দাস বলেন, ‘দেশের সবচেয়ে প্রসিদ্ধ পুরস্কারের আয়োজন করার পাশাপাশি অ্যাড ক্লাব আরও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকে। D-CODE, VICE & VERSA, এবং M.Ad কুইজের মতো একাধিক অনুষ্ঠান পরিচালনা করে এই ক্লাব। যেগুলি পরস্পরের মধ্যে যোগাযোগের মাধ্যমে অভিজ্ঞতা বাড়ায় এবং বেশ মজাদার অনুষ্ঠানও হয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup