বেঙ্গালুরু: ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS) টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে ইতিমধ্যেই দুই দলই অনুশীলনে নেমে পড়েছে। ভারতীয় দল নাগপুরেই অনুশীলন সারছে। অপরদিকে, স্টিভ স্মিথরা বেঙ্গালুরুর আলুরে কাল থেকেই নিজেদের অনুশীলন শুরু করেছে। সিরিজে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ অস্ট্রেলিয়া। সেই কারণেই নিজেদের নেটে অনুশীলনের জন্য রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) এক ডামিকেই হাজির করে ফেলল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)।
স্পিন সামলানোর অনুশীলন
ভারতীয় পিচে বিগত ১৯ বছরে কোনও টেস্ট সিরিজ জিততে পারিনি অজিরা। আসন্ন সিরিজে সেই রেকর্ড বদলাতে রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ভাল খেলাটা ভীষণই জরুরি। সিরিজ শুরুর আগে কোনও অনুশীলন ম্যাচ খেলবে না অজিরা। তাই নেটেই স্মিথদের সম্পূর্ণ প্রস্তুতি সারতে হবে। আর সেই উদ্দেশ্যেই নেটে হাজির করা হল মাহেশ পিথিয়া (Maheesh Pithiya) নামক এক স্পিনারকে। ২১ বছর বয়সি মাহেশ বোলিং অ্যাকশনের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং অ্যাকশনের মিল চোখে পড়ার মতো।
How are the Aussies preparing for @ashwinravi99 ahead of their upcoming Test series with India? Well, they’ve only gone and flown in a near carbon copy of the star off-spinner as a net bowler | #INDvAUS pic.twitter.com/l9IPv6i43j
— cricket.com.au (@cricketcomau) February 3, 2023
মাহেশের জন্ম গুজরাতে। তিনি গত ডিসেম্বরেই বরোদার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের অভিষেক ঘটান। অশ্বিনই তাঁর আদর্শ। সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ান দলের সাপোর্ট স্টাফরা তাঁর বোলিং ভিডিও দেখার পরেই তাঁকে অনুশীলনে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ব্যাটারদের থ্রো ডাউন দেওয়া প্রীতেশ জোশিই প্রথম পিথিয়ার বিষয়টি অজি দলের সহকারী কোচ আন্দ্রে বোরোভিচকে জানান। প্রীতেশের পরামর্শেই মেহরোত্রা শশাঙ্ক নামে হায়দরাবাদের হয়ে খেলা এক বাঁ-হাতি স্পিন বোলারকেও অজিদের নেটে বল করার জন্য ডাকা হয়।
ভারতের অনুশীলনে জাডেজা
নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ব়্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের প্রথম দুই টেস্ট দলের সিরিজের প্রথম আয়োজিত হবে। সেই সিরিজের জন্য নাগপুরেই ভারতীয় দলেপ তারকারা অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। এদিন ভারতের অনুশীলনে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের দেখা গেল। চোটের কারণে শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাঁর বদলে সূর্যকুমার যাদব সুযোগ পেতে পারেন বলে শোনা যাচ্ছে। তিনিও এদিন ভারতীয় দলের অনুশীলনে বেশ কিছুটা সময় ব্যাট করলেন। এছাড়া নেটে দেখা মিলল ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravinder Jadeja)।
এশিয়া কাপে চোট পাওয়ার পর জাডেজার অস্ত্রোপ্রচার হয়। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে রঞ্জিতে সৌরাষ্ট্রের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ দিয়েই মাঠে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তারকা অলরাউন্ডার। সেই ম্যাচে সাত উইকেটও নেন জাডেজা। এদিন অবশ্য বিসিসিআইয়ের শেয়ার করা ছবিতে জাডেজা বল নয়, ব্যাট হাতে দেখা গেল। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই জাডেজার আন্তর্জাতিক প্রত্য়াবর্তন ঘটতে চলেছে। সদ্যই জাডেজা ফিটনেস টেস্টও পাশ করেছেন। তবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সৌরাষ্ট্রের অলরাউন্ডার ফিটনেস টেস্টে পাস করলেও কিন্তু নাগপুর টেস্টে অনিশ্চিত শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে খেলবেন? নিজেই জানালেন মেসি