IND Vs AUS: Australian Cricketer Alex Carey Sends Warning About Fast Bowlers Ahead Of Series

আলুর: ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। মহাগুরুত্বপূর্ণ সিরিজের আগে ভারতীয় স্পিনারদের নিয়ে প্রবল চর্চা। অজি (Australia Cricket Team) ব্যাটাররা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন, তার ওপর সিরিজের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। স্পিনের বিরুদ্ধে প্রস্তুতির জন্য অজি নেটে রবিচন্দ্রন অশ্বিনের ডামিকেও হাজির করা হয়েছে। তবে অজি তারকা অ্যালেক্স ক্যারি (Alex Carey) কিন্তু ফাস্ট বোলারদের নিয়েও সতর্ক করছেন।

ফাস্ট বোলিং নিয়ে সতর্কবার্তা

ক্যারির মতে স্পিন তো বটেই তবে রিভার্স সুইং সহায়ক পরিবেশে ফাস্ট বোলাররাও কিন্তু অজিদের প্রচুর সমস্যায় ফেলতে পারেন। তিনি বলেন, ‘আমাদের পাকিস্তান সফরের আগেও স্পিন বোলিং নিয়েই সিংহভাগ চর্চা হচ্ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে রিভার্স সুইং বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে বিশাল সমস্যার সম্মুখীন হই। আমি এখানে ২০১৮ সালে চারদিনের একটি ম্যাচ (অস্ট্রেলিয়া এ-র হয়ে) খেলেছিলাম। সেই সময়ও স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করা নিয়েই সকলে কথাবার্তা বলছিল। তবে সবাই ভুলে যাচ্ছে একটু উঁচু-নীচু উইকেটে বল রিভার্স সুইং হলে দুই দলের ফাস্ট বোলাররাই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই স্পিন এবং ফাস্ট বোলিং, উভয়ের বিরুদ্ধেই প্রস্তুতি করাটা ভীষণ জরুরি।’

এক দশকের বেশি সময় ধরে অজিরা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয়েছে। তবে অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটার ক্যারির মতে এই দলে ভারতীয় পরিস্থিতির সঙ্গে পরিচিত এবং এই পরিস্থিতি খেলতে দক্ষ, এমন অভিজ্ঞ ব্যাটারের অভাব নেই। ‘ম্যাচের আগে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। মাঠে নেমে যাই হোক সেই পরিস্থিতিটা উপভোগ করতে হবে। ধৈর্য্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। তারপর যা হয় দেখা যাবে।’ মত ক্যারির।

অনুশীলনে অশ্বিনের ডামি

ভারতীয় পিচে বিগত ১৯ বছরে কোনও টেস্ট সিরিজ জিততে পারিনি অজিরা। আসন্ন সিরিজে সেই রেকর্ড বদলাতে রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ভাল খেলাটা ভীষণই জরুরি। সিরিজ শুরুর আগে কোনও অনুশীলন ম্যাচ খেলবে না অজিরা। তাই নেটেই স্মিথদের সম্পূর্ণ প্রস্তুতি সারতে হবে। আর সেই উদ্দেশ্যেই নেটে হাজির করা হল মাহেশ পিথিয়া (Maheesh Pithiya) নামক এক স্পিনারকে। ২১ বছর বয়সি মাহেশ বোলিং অ্যাকশনের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং অ্যাকশনের মিল চোখে পড়ার মতো। 

মাহেশের জন্ম গুজরাতে। তিনি গত ডিসেম্বরেই বরোদার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের অভিষেক ঘটান। অশ্বিনই তাঁর আদর্শ। সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ান দলের সাপোর্ট স্টাফরা তাঁর বোলিং ভিডিও দেখার পরেই তাঁকে অনুশীলনে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ব্যাটারদের থ্রো ডাউন দেওয়া প্রীতেশ জোশিই প্রথম পিথিয়ার বিষয়টি অজি দলের সহকারী কোচ আন্দ্রে বোরোভিচকে জানান। প্রীতেশের পরামর্শেই মেহরোত্রা শশাঙ্ক নামে হায়দরাবাদের হয়ে খেলা এক বাঁ-হাতি স্পিন বোলারকেও অজিদের নেটে বল করার জন্য ডাকা হয়।

আরও পড়ুন: রঞ্জি সেমিফাইনালের আগে জোড়া দুশ্চিন্তা বাংলা শিবিরে