বাংলা নিউজ > টুকিটাকি > Jupiter has 12 new moons: নতুন ১২টি ‘চাঁদ’! মহাকাশে বৃহস্পতিকে কেন্দ্র করে মহাবিস্ময়ের সন্ধান পেল বিজ্ঞান
Updated: 04 Feb 2023, 08:41 PM IST
Sanket Dhar
Jupiter has 12 new moons around it astronomers found in recent study: সম্প্রতি নতুন ১২টি উপগ্রহের সন্ধান মিলল বৃহস্পতি গ্রহের। উপগ্রহের সংখ্যায় কাকে টেক্কা দিল সৌরজগতের বৃহত্তম গ্রহ। রইল বিস্তারিত খোঁজ।
1/6 সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে আরও ১২টি উপগ্রহের সন্ধান মিলল এবার। সম্প্রতি আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন সেগুলির। এত দিন উপগ্রহের সংখ্যার হিসেবে শনিই ছিল সবার উপরে। এই আবিষ্কারের পর শনির খেতাব কেড়ে নিল বৃহস্পতি। (Freepik)
2/6 জ্যোতির্বিজ্ঞানীদের মতে, শনির কক্ষপথে ঘুরছে ৮৩টি উপগ্রহ। তবে এখন সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতির। বৃহস্পতিকে কেন্দ্র করে নতুন আবিষ্কৃত ১২টি উপগ্রহ সমেত মোট ৯২টি উপগ্রহ ঘুরছে। (Freepik)
3/6 ওয়াশিংটনের ‘কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স’-এর জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ডের নেতৃত্বে একটি বিশেষ দল ১২টি উপগ্রহগুলির সন্ধান পান। আমেরিকার ‘মাইনর প্ল্যানেট সেন্টার’ থেকে সম্প্রতি এই সম্পর্কে সবিস্তার তথ্য সমেত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। (Freepik)
4/6 রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতির ওই উপগ্রহগুলি আকারে অনেকটাই ক্ষুদ্র। আমেরিকার মাসিক পত্রিকা ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ জানায়, ওই ১২টি উপগ্রহই কক্ষপথের দিকে মুখ করে বৃহস্পতির চারপাশে ঘুরছে। (Freepik)
5/6 জোভিয়ান দুনিয়ায় আরও খুঁটিনাটি অনুসন্ধানের জন্য অনেক দিন ধরে অভিযানের তোড়জোড় করছে আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা। তারই বছরকয়েক আগে এই ১২টি উপগ্রহের সন্ধান মিলল। (Freepik)
6/6 চারটি গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে মিলিত ভাবে জোভিয়ান জগৎ বলা হয়। এই উপগ্রহগুলি মানুষের বসবাসের জন্য উপযুক্ত কি না তাও খতিয়ে দেখবে ইউরোপা ক্লিপার মিশন নামে নাসার বিশেষ অভিযান। (Freepik)
গ্যালারির বাকি অংশ দেখুন
অন্য গ্যালারিগুলি