জিতেন্দ্র সারিন
কেন্দ্র বনাম বিচারব্যবস্থা ঘিরে যে চর্চা বহুদিন ধরে চলছিল তাতে এবার ইতি টানতে উদ্যোগ নিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। প্রয়াগরাজে এলাহাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কিরেন রিজিজু। তিনি বলেন, ‘যাঁরা সরকার নির্বাচন করেন তাঁরাই সবার উপরে, দেশ চলে সংবিধানে।’ অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে যোগ দিয়ে একথা বলেন দেশের আইনমন্ত্রী। সাম্প্রতিক কিছু মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে তিনি বলেন,’সরকার বনাম বিচারব্যবস্থা বলে কিছু নেই’।
রিজিজু বলেন,’আমি একটি মিডিয়া রিপোর্ট দেখেছি যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ওয়ার্নিং দিচ্ছে, ভারতের সংবিধান আমাদের গাইড। কেউ কাউকে ওয়ার্নিং দিতে পারে না।’ দেশে কোর্ট কেসের সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও মুখ খোলেন কিরেন রিজিজু। তিনি বলেন, দেশে কোর্ট কেসের সংখ্যা কমিয়ে আনতে প্রযুক্তির ওপর ভরসা জরুরি। অতিমারীর সময়কালে বিচারব্যবস্থা খুবই ভালো কর্মকাণ্ড চালিয়েছে বলে বক্তব্য রাখেন কিরেন রিজিজু। তিনি বলেন, ই-কোর্ট প্রোগ্রাম যা ২ বছর আগে শুরু হয়েছিল, তার মাধ্যমে অতিমারীর সময় মামলাগুলির নিষ্পত্তি করতে সুবিধা হয়েছিল। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার ৭০০০ কোটি টাকা এই বিচারব্যবস্থাকে উম্মত করতে সদ্য বাজেটে বরাদ্দ করেছে। মেডিটেশন বিল নিয়েও তিনি ইতিবাচক বার্তা দেন। এদিন দেশের বিচার ব্যবস্থা প্রসঙ্গে রিজিজু বলেন,’বিচার ব্যবস্থাকে সহজ করতে ১৪২৬টির মতো পুরনো ও অপ্রয়োজনীয় আইন অপসারণ করা হয়েছে। এছাড়াও ঔপনিবেশিক মানসিকতা নিয়ে ব্রিটিশ আমলে প্রণীত পুরনো আইনগুলোও ছেড়ে দেওয়া হবে।’ তিনি বলেন, বিচার ব্যবস্থাকে আরও বেশি উন্নত করতে ‘অলটারনেটিভ ডিসপিউট রেজোলিউশন’ প্রক্রিয়াকে আরও বেশি করে কড়া করা হবে। ( রাত হলেই বাজে কলিং বেল, দরজার ওপারে নগ্ন মহিলা! এলাকায় ঘুরছেন কে? মিলল খোঁজ)
ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কৃষ্ণাণ মুরারী। তিনি বলেন, বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে তিনি গর্বিত। তিনি ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথও বার অ্যাসোসিয়েশনের ভূয়সী প্রশংসা করেন। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেছেন, এইচসিবিএ-র ১৫০ বছর পূর্ণ হওয়া আমাদের পূর্ববর্তী পর্যালোচনার জন্য সময় দিয়েছে এবং অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা শীর্ষে পৌঁছতে পারি। এলাহাবাদ হাইকোর্টের এক বর্ষীয়ান বিচারপতি প্রীতিঙ্কর দিওয়াকার আহ্বান করেন, হাইকোর্টের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে আইনমন্ত্রীকে সাহায্য। এদিকে কলেজিয়াম বিতর্কের মাঝে এলাহাবাদ হাইকোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাধাকান্ত ওঝা বলেন, সাম্প্রতিক অতীতে কলেজিয়াম ব্যবস্থায় কিছু ত্রুটি দেখা দিয়েছে। জাতীয় স্তরে এই বিষয়টি তুলে ধরার জন্য তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রীর প্রশংসা করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup