বিজেপির হাতে কার্যত তামাক খায় তাপস মণ্ডল। তলায় তলায় বিজেপির সঙ্গে যোগ রয়েছে তাপস মণ্ডলের। আজ, শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এই বিস্ফোরক দাবি করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ। তিনি হুঙ্কার ছেড়েছেন, এই বিষয়ে আদালতে সব জানাবেন। আজ,শুক্রবার কুন্তলের ১৪ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হতেই তাঁকে আদালতে পেশ করা হয়। আর তখনই নয়া তথ্য খাঁড়া করলেন কুন্তল ঘোষ।
ঠিক কী বলেছেন কুন্তল ঘোষ? এদিন সিবিআই দফতর থেকে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন কুন্তল ঘোষ। তখনই চিৎকার করে বলেন, ‘তাপস মণ্ডল কীভাবে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, দেখে নিন। কোর্টে গিয়ে সব বলব। বিজেপির এটা বড় ষড়যন্ত্র। তাপস মণ্ডলের সঙ্গে কী ভাবে যোগ রয়েছে, তারা কী ভাবে হেনস্থা করতে চাইছে, সবটা বলব। অনেক কিছু বলার আছে, কোর্টে বলব।’
আর কী জানা যাচ্ছে? ইডির পক্ষ থেকে আগেই আদালতে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতিতে ৩০ কোটিরও বেশি আত্মসাৎ করেছেন কুন্তল ঘোষ। আর কুন্তল তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কুন্তল অফিসারদের একাধিক তথ্য দিয়ে তদন্তের মোড় অন্যত্র ঘোরানোর চেষ্টা করছেন। কাউকে আড়াল করার চেষ্টা করছেন কুন্তল বলেও মনে করছে ইডি। এবার বিজেপির সঙ্গে তাপস যোগের কথা বলে আরও একটি তত্ত্ব খাঁড়া করতে চাইছেন তিনি বলে ইডির দাবি।
কেন এমন দাবি কুন্তলের? সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপসের বিরুদ্ধে কুন্তলের এই অভিযোগ করার পিছনে কারণ আছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিকও এখন জেলে। মানিকের লবির লোক ছিলেন না কুন্তল। তাই হাটে হাঁড়ি ভাঙতেই এমন মন্তব্য। কেন এতদিন তাপসের সঙ্গে বিজেপি যোগের তত্ত্ব সামনে আনেননি? এটা এখন ভাবাচ্ছে ইডির অফিসারদের। ইডি রিমান্ড নথিতে জানিয়েছে, হুগলির যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষকে ১৯ কোটি টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল। ভাগে ভাগে সেই টাকা দেওয়া হয়েছিল। সেটা কতটা সত্যি তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup