New Town police station: নিউটাউনে আবারও বড়সড় ডাকাতির ছক! পুলিশি অভিযানে গ্রেফতার ৫

নিউটাউনে আবারও বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। ঘটনায় নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার বেশ কিছু ডাকাতির সরঞ্জাম। এর ফলে পুলিশের প্রাথমিক অনুমান ডাকাতির উদ্দেশ্যেই তারা ঘোরাফেরা করছিল। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে যাত্রাগাছি পাম হাউস এলাকায় ওই ৫ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদের দেখে সন্দেহ হতেই পুলিশ প্রথমে তাদের আটক করে। এরপর ওই ৫ জনের ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় লোহার বেশ কিছু সরঞ্জাম। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নিউ টাউন এলাকার কোনও একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। এরপর ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদেরকে আজ বারাসত আদালতে তোলা হবে। নিউটাউন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত পাঁচজনের সঙ্গে আর কারা জড়িত রয়েছে? ধৃতেরা আগে কোনও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, এই ঘটনার দিন দুয়েক আগে একই ভাবে নিউটাউন রাম মন্দির এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ১০ জন। পরে তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি আগ্নেয়াস্ত্র ও দু-রাউন্ড গুলি সহ ডাকাতি করার সরঞ্জাম। পরে তাদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup