সাধারণ বাঙালি বাড়িতে যা দেখে অভ্যস্ত, তার নিরিখে এই ছবি দেখলে একটু চমকেই উঠবেন! কারণ, শুধু এঁটোই নয়, খাওয়ার পর রাখা থালা বাসন সমেত টেবিল ক্লথকেই পোশাক করে হেঁটে মাত করে দিলেন মডেল। ভিডিয়ো ক্রমেই ভাইরাল হতে শুরু করেছে।
উল্লেখ্য, ফ্যাশন শো মানেই যা চিরাচরতি তার থেকে আলাদা কিছুর চমক। যার মধ্যে থাকতে পারে খবর হওয়ার সমস্ত গুণ। সেই ফর্মুলাতেই কেলি জেনারের ফক্স ফোরডি লায়ন হেড পোশাক কিম্বা ভিক্টর অ্যান্ড রফ-এর বিভিন্ন গাউন মাঝে মধ্যেই খবরের শিরোনাম কেড়ে নিয়েছে। সদ্য প্যারিস ফ্যাশন উইক-এও একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে। এবার নজর কাড়ল কোপেনহেগান ফ্যাশন উইক। সেখানে খবরের শিরোনাম কেড়েছেন এক মডেল। তিনি সকলের মতোই খেতে বসেছিলেন একটি টেবিলে। আচমকা তিনি নজর কাড়েন কাচের গ্লাসে শব্দ করে। সকলের দৃষ্টি তাঁর দিকে যেতেই তিনি দাঁড়িয়ে পড়েন। ততক্ষণে সামলে নেন নিজের পোশাক। কারণ, তারপরই যে ব্লকবাস্টার মুহূর্ত সেখানে আসতে চলেছে! সকলকে তাক লাগিয়ে যে টেবিলে বসে মডেল খাচ্ছিলেন, সেই টেবিলের টেবিল ক্লথকে নিজের পোশাকের অঙ্গ হিসাবে নিয়ে হাঁটতে শুরু করলেন তিনি। সঙ্গে সঙ্গে, দমাদম পড়ে যেতে লাগল বাসন, প্লেট। ততক্ষণে টেবিলে মাখামাখি অবস্থা এঁটো খাবারের তাই নিয়ে হেঁটে গেলেন মডেল! ফ্যাশনের দুনিয়ায় এই ভিডিয়ো কার্যত নয়া ঝড় তৈরি করেছে। (রাত হলেই বাজে কলিং বেল, দরজার ওপারে নগ্ন মহিলা! এলাকায় ঘুরছেন কে? মিলল খোঁজ)
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়। মুহূর্তে তা নিয়ে আলোড়ন শুরু হয়। এই ভিডিয়ো-জ্বরে কাবু অনেকেই। অনেকেই প্রশংসা করছেন, যে মডেল এই পোশাক ‘ক্যারি’ করেছেন, তাঁর। কারণ, খুব সহজে এই পোশাক নিয়ে এভাবে সকলের সামনে দিয়ে হেঁটে যাওয়াটা সহজ ছিল না। তবে সেটাই করে দেখিয়েছেন তিনি। আপাতত ভাইরাল এই ভিডিয়ো ভাইরাল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup