বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল নাহিদুলের

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরের নাম নাহিদুল ইসলাম (১৬)।এ সময় আহত হয়েছেন নিহতের বন্ধু। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে  উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর ফেনী সদর উপজেলার মোটবী গ্রামের শ্যামাউর রশিদের ছেলে এবং স্থানীয় লস্করহাট এস সি লাহা ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহতের চাচা মোটবী ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, বিকেলে তার বাবার মোটরসাইকেল নিয়ে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন নাহিদুল। ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে দুইজনই গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা প্রথমে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথেই মারা যান নাহিদুল। এ ঘটনায় আহত তার বন্ধুকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই রাশেদ খান চৌধুরী জানান, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজানুল/সা.এ