মাড়গ্রাম বিস্ফোরণে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইসহ ২ জনের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে বদলির চিঠি পৌঁছে গেল বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর কাছে। রবিবার ছুটির দিনে নবান্ন থেকে তাঁর বদলির নির্দেশ জারি করা হয়েছে। তাঁকে কম গুরুত্বপূর্ণ অফিসার অন স্পেশ্যাল ডিউটিতে পাঠানো হয়েছে।
রবিবার ছুটির দিনেও নবান্ন থেকে জারি হয়েছে নগেন্দ্র ত্রিপাঠীর বদলির নির্দেশিকা। তাঁকে ডিজি পদমর্যাদার OSD পদে পাঠানো হয়েছে। যা পুলিশ সুপারের পদ থেকে অনেক কম গুরুত্বপূর্ণ। তাঁর জায়গায় এসেছেন সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার হয়েছেন কোটেশ্বর রাও।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নগেন্দ্র ত্রিপাঠীর ‘ম্যাডাম উর্দিতে দাগ লাগতে দেব না’ ডায়লগ বেশ জনপ্রিয় হয়েছিল। তার পর ময়ূরাক্ষী দিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ায় বাধা দিতে শাসকদল পরিকল্পনা করে শিবঠাকুর মণ্ডলকে দিয়ে অভিযোগ করিয়েছিল বলে সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছিলেন বীরভূম তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তাতে নগেন্দ্রবাবুর উর্দিতে দাগ লেগেছিল কি না জানা যায়নি। অবশেষে মাড়গ্রাম বিস্ফোরণ দিয়ে শেষ হল তাঁর বীরভূম অধ্যায়।