বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani-র FPO বাতিলের ফলে ভারতের ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়বে না, আশ্বাস অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের
Updated: 04 Feb 2023, 05:16 PM IST
Soumick Majumdar
FM Sitharaman Adani FPO Pullout: শনিবার মুম্বইতে ২… more
FM Sitharaman Adani FPO Pullout: শনিবার মুম্বইতে ২০২৩-২৪-এর বাজেট-পরবর্তী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই বিষয়ে মুখ খোলেন অর্থমন্ত্রী। ‘এই প্রথম কোনও FPO ফিরিয়ে নেওয়া হল, এমনটা কিন্তু নয়,’ এদিন সেটিও মনে করিয়ে দেন নির্মলা।
1/5 এফপিও প্রত্যাহার হতেই পারে। তাতে ভারতের শেয়ার বাজারের ভাবমূর্তিতে কোনও প্রভাব পড়বে না। শনিবার আদানি পরিস্থিতি নিয়ে এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর পাশাপাশি তিনি জানান, সরকারের নিয়ন্ত্রকরা স্বাধীনভাবে এই বিষয়ে কাজ করছেন। ফাইল ছবি: এএফপি (AFP)
2/5 শনিবার মুম্বইতে ২০২৩-২৪-এর বাজেট-পরবর্তী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই বিষয়ে মুখ খোলেন অর্থমন্ত্রী। ‘এই প্রথম কোনও FPO ফিরিয়ে নেওয়া হল, এমনটা কিন্তু নয়,’ এদিন সেটিও মনে করিয়ে দেন নির্মলা। ফাইল ছবি: এএফপি (AFP)
3/5 কিন্তু আদানি গ্রুপে LIC-র এক্সপোজার সম্পর্কে কী হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘LIC নিজেরাই কোম্পানিটির (আদানি) সঙ্গে তাদের এক্সপোজারের বিষয়ে জানিয়েছে।’ চলতি সপ্তাহে একটি বিবৃতি প্রকাশ করেছে LIC । তাতে বলা হয়, আদানি গোষ্ঠীতে তাদের মোট সম্পদের ১%-এরও কম বিনিয়োগকৃত আছে। সেটি এখনও লাভজনক অঙ্কেই রয়েছে। ফলে LIC-র গ্রাহকদের এই নিয়ে ভয়ের কিছু নেই। ফাইল ছবি : ইকোনমিক টাইমস (AFP)
4/5 বুধবার, আদানি এন্টারপ্রাইজেস তাদের ফলো-অন পাবলিক অফার(FPO) প্রত্যাহার করে। সম্পূর্ণ সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও, বাজার পরিস্থিতির কারণে FPO বাতিল করা হয়। এর মাধ্যমে প্রায় ২০,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা ছিল আদানি এন্টারপ্রাইজেসের। এই বিষয়ে ইউটিউবে ব্যাখা দেন খোদ চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার তিনি জানান, শেয়ারের বর্তমান অবস্থায় এই FPO নিয়ে যাওয়াটা নৈতিকভাবে সঠিক হত না। তাই বিনিয়োগকারীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইল ছবি: এপি (AFP)
5/5 গত ২৪ জানুয়ারি মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক কারচুপি, অ্যাকাউন্টিং জালিয়াতি এবং বিপুল দেনার অভিযোগ তোলে। আর তারপরেই আকষ্মিক পতন হয় আদানি গোষ্ঠীর শেয়ারে। আদানি গোষ্ঠী বারবার এই রিপোর্ট ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে। তবে তাতে লাভ হয়নি। দ্রুত হারে নিম্নমুখী হয়েছে সংস্থার স্টকের দাম। ফাইল ছবি: রয়টার্স (AFP)
গ্যালারির বাকি অংশ দেখুন
অন্য গ্যালারিগুলি