Birbhum Blast: বীরভূম বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, পুলিশের জালে আরও পাঁচ‌

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রক্তের লাল দাগ দেখছে জেলাগুলি। শনিবার রক্তাক্ত হয়েছিল বীরভূম। কারণ মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। তবে বীরভূমের ঘটনায় মূল অভিযুক্ত–সহ ৬ জনকে রবিবার গ্রেফতার করল পুলিশ। রাতেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। একাধিক জায়গায় হানা দেয় মাড়গ্রাম থানার পুলিশ।

এদিকে অভিযোগ উঠেছিল, তৃণমূল কংগ্রেস নেতার ভাই ও তাঁর সঙ্গীকে মোটরবাইকে যেতে দেখে ছোড়া হয়েছে বোমা। গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাইকে লক্ষ্য করে বোমা ছোড়া হলেও মৃত্যু হয়েছে প্রধানের ভাইয়ের এক বন্ধুর। শনিবার রাতে বীরভূমের মাড়গ্রামে এই ঘটনা ঘটেছে। তবে বোমাবাজির ঘটনা নাকি মজুত থাকা বোমা থেকে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। আর মূল অভিযুক্তদের ধরতে নেতৃত্বে ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। তাঁর পরিকল্পনায় মূল অভিযুক্ত–সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে শনিবার রাতে মাড়গ্রাম হাসপাতালের মোড়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বোমার আঘাতে গুরুতর জখম হন এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ। আর মৃত্যু হয় তাঁর সঙ্গী নিউটন শেখের। তবে কী কারণে এই বিস্ফোরণ সেটা তদন্ত করে দেখছে মাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সেখানে গিয়ে গুরুতর জখম দু’‌জনকে উদ্ধার করে রামপুরহাট গর্ভণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিউটনের। আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রধানের ভাই লাল্টু।

পুলিশ সূত্রে খবর, এই বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত সুজাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে আরও ৫ জন মাঝরাতেই গ্রেফতার করা হয়েছে। এরাই লাল্টু এবং নিউটনকে লক্ষ্য করে বোমা ছোড়ে। আর তাতেই মৃত্যু হয়েছে নিউটনের। এযা পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে। ধৃতদের দফায় দফায় জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই বোমা ছোড়ার উদ্দেশ্য জানতেই চলছে জেরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup