Extra Marital Affairs: ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ল গৃহবধূ ও প্রেমিক, কুলপিতে তারপর কী ঘটল দু’‌জনের সঙ্গে?

দাম্পত্যে তেমন আকর্ষণ ছিল না। তাই উষ্ণতা শীতের রাতে তৈরি হচ্ছিল না। এই পরিস্থিতিতে সুঠাম পরপুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ। তলে তলে দেখা করা, এখানে যাচ্ছি বলে ওখানে যাওয়া এবং অন্যত্র ঘনিষ্ঠ হওয়ার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। এই খবর গৃহবধূর পরিবার কয়েকদিন আগেই পেয়েছিল। তাঁরা শোনা কথায় গৃহবধূকে কিছু বলেননি। বরং অপেক্ষা করছিল প্রমাণ জোগাড়ের। আর তারপর ঘনিষ্ঠ অবস্থায় দু’জনকে ধরে ফেললেন পরিবারের সদস্যরা। তখন দু’‌জনেই উষ্ণতার আবেশে নগ্ন আলিঙ্গনে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ।

ঠিক কী ঘটেছে কুলপিতে?‌ স্থানীয় সূত্রে খবর, গৃহবধূ এবং তার প্রেমিককে সহবাসরত অবস্থায় ধরে ফেলেন পরিবারের সদস্যরা। তখন তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয়। কয়েকজন তখন ভিডিয়ো করে ফেলেন। এখন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তারপরই মধ্যযুগীয় বর্বরতা দেখল দক্ষিণ ২৪ পরগনার কুলপির করঞ্জলির বটতলা এলাকা। যদিও এই ঘটনায় গৃহবধূর শাশুড়ি, দেওর–সহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ এভাবে প্রকাশ্য রাস্তায় দু’‌জন প্রাপ্তবয়স্ককে নিগ্রহ করা যায় না আইন অনুযায়ী।

কেন গৃহবধূ পরকীয়ায় মজেছিল?‌ ওই গৃহবধূর বিয়ে কয়েক বছর আগেই হয়েছিল। তারপর দুই সন্তানের মা হন তিনি। কিন্তু স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকায় দাম্পত্যে উষ্ণতা তৈরি হচ্ছিল না। এই অবস্থায় প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই বধূর। যা শীতের রাতে সবার চোখের অলক্ষ্যে সহবাস পর্যন্ত গড়ায় গৃহবধূর বাড়িতেই। ওই যুবক গৃহবধূর বাড়িতে প্রায়ই আসতেন। গত ৩১ জানুয়ারি রাতে সেটা চরম পর্যায়ে পৌঁছেছিল। যার জন্য ধরা পড়ে যান দু’‌জনে। সেই রাতে সহবাসরত অবস্থায় দু’জনকে দেখে ফেলেন বধূর পরিবারের সদস্যরা বলে সূত্রের খবর।

তারপর ঠিক কী ঘটল?‌ এই দৃশ্য দেখেই তাঁদের দু’জনকে টেনেহিঁচড়ে বের করা হয়। সবার সামনে বিবস্ত্র করা হয় তাঁদের। এমনকী বাড়ির কাছে গাছে বেঁধে চলে বেধড়ক মারধর। তীব্র আর্তনাদ করতে থাকেন গৃহবধূ। তখনই এই ঘটনার ভিডিয়ো করে রাখা হয়। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়। এই ঘটনার চারদিন পর গৃহবধূ কুলপি থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহবধূর শাশুড়ি, দেওর–সহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে। আজ, রবিবার তাঁদের আদালতে তোলা হবে।